কলকাতা: বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বলেছিলেন, তাঁর নাম নিতে ঘেন্না করে। এবার সেই মন্তব্যের পাল্টে দিলেন খোদ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, রত্না চট্টোপাধ্যায়ের মত কেউ তার নাম যত কম হবে তত ভালো, তিনি স্বস্তিতে থাকবেন। রত্নার মত কেউ তার নাম নিলে তাঁর রুচিতে বাঁধে।
এদিন এদিন ‘এবিপি আনন্দ’কে দেওয়া সাক্ষাৎকারে বৈশাখী বলেন, রত্না চট্টোপাধ্যায় তাঁর সম্পর্কে কি বলেছেন সেটা শোনার মত এতোটুকু ইচ্ছে তার নেই। তিনি বিগত বছরগুলি ধরে একটি দল তৈরীর চেষ্টা করছেন তার বিরুদ্ধে, যেটা তিনি এখনও করে উঠতে পারেননি। বৈশাখীর কথায়, রত্না চট্টোপাধ্যায়ের উচিত রাজনৈতিকভাবে মোকাবিলা করা যেটা তিনি করছেন না। গতকালের মিছিল যা জবাব দেওয়ার দিয়ে দিয়েছে, আগামী দিনেও দেবে বলে আত্মবিশ্বাস দেখান বৈশাখী। একই সঙ্গে রত্নাকে এক হাত নিয়ে তিনি বলেন, তাঁর পরিচয় বৈশাখী বন্দ্যোপাধ্যায় হিসেবে, কিন্তু রত্নার পরিচয় শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী হিসেবে। যার পরিচয়ে তিনি রয়েছেন, যাকে সিঁড়ি বানিয়ে এতদিন এত কথা বলছেন, তাকেই তিনি আক্রমণ করছেন। ওনার আরো সংযত হওয়ার দরকার রয়েছে বলে পরামর্শ দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
এদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন রত্না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বৈশাখীর নাম নিতে তার ঘেন্না করে। বাজারে তার নামে কত খবর রয়েছে সেই বিষয়ে সবাই জানে বলে মন্তব্য করেন তিনি। তাই রত্নার কথায়, একজন মহিলা হয়ে অন্য মহিলাকে তিনি অপমান করতে চাইবেন না। কিন্তু তিনি দাবি করেছেন, এই শহরে তাঁর মতো এমন অনেক মহিলা আছে, অনেকের ঘর ভাঙতে ভাঙতে হয় তো ভাঙেনি, সেই সব মহিলারা সবাই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ঘৃণা করেন। এদিকে রত্না চট্টোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে শোভন স্পষ্ট বলেন, তিনি তাকে লুকিয়ে ডাক্তারের কাছে যেতেন, মাথার চিকিৎসা করাতে। তিনি একজন মনোরোগী, তাঁর কথা পাগলের প্রলাপ।