গঙ্গাসাগর মেলা: রাজ্যের বক্তব্যে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট

গঙ্গাসাগর মেলা: রাজ্যের বক্তব্যে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট

81f183dd4c5a1235dd697187852e455f

কলকাতা: করোনা আবহে শুরু হতে চলেছে গঙ্গা সাগর মেলা৷ করোনা পরিস্থিতির মধ্যে মেলার আয়োজন নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট৷ সংক্রমণ রুখতে গঙ্গা সাগর মেলাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হোক, এই দাবি জানিয়ে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা৷ সেই মামলার শুনানিতে রাজ্যের হলফমানা তলব করল হাইকোর্ট৷ 

আজ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবের রিপোর্ট দেখে বলেন, ‘‘রাজ্য ই-স্নানের ব্যবস্থা করেছে৷ কিন্তু এটা সমস্যার উত্তর হতে পারে না৷’’ স্বাস্থ্যসচিব কি এক্ষেত্রে কোনও বৈজ্ঞানিক উপায় বের করতে পারবেন? প্রশ্ন প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন৷ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, নদী থেকে দূরে ব্যবস্থা হয়েছে স্নানের৷ কিন্তু, তাতেও সন্তুষ্ট হতে পারেনি আদালত৷ দীর্ঘ সওয়াল-জবাবের পর রাজ্যকে ফের হলফনামা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ আজ বিকেল ৪টে আবার শুনানি হবে মামলার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *