সিদ্দিকুল্লার উপস্থিতিতে ভ্যাকসিনের কনভয় অবরোধে! ‘নষ্ট হলে দায় কার?’

সিদ্দিকুল্লার উপস্থিতিতে ভ্যাকসিনের কনভয় অবরোধে! ‘নষ্ট হলে দায় কার?’

 

কলকাতা: কৃষি আইনের বিরোধিতায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সভা, তাতেই আটকে গেল করোনা ভাইরাস ভ্যাকসিনের কনভয়! এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। সিদ্দিকুল্লাকে খোঁচা মেরে ইতিমধ্যেই টুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। ভ্যাকসিন নষ্ট হয়ে গেলে তার দায়িত্ব কে গ্রহণ করত, এই প্রশ্ন তুলেছেন তিনি।

এদিন কৃষি আইনের বিরোধিতা করে গলসিতে জমায়েত করে জমিয়তে উলেমায়ে হিন্দ। অবরোধের জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ আটকে যায়  করোনা ভ্যাকসিনের কনভয়। মন্ত্রীর উপস্থিতিতে অবরোধ কর্মসূচিতে এই ঘটনা কিকরে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রেক্ষিতে কৈলাস বিজয়বর্গীয় টুইট করে লেখেন, সিদ্দিকুল্লা চৌধুরীর রাজনৈতিক ‘ভন্ডামি’তে ভ্যাকসিন যাওয়া আটকে গিয়েছে। করোনার বহুমূল্য ভ্যাকসিন নষ্ট হয়ে গেলে তার দায়িত্ব কে গ্রহণ করত? রাস্তা অবরোধের কারণে ভ্যাকসিনের রুট বদল করা হয়েছে। এতে তাদের লজ্জা হওয়া উচিত।

রাজ্যের মন্ত্রী এবং জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীকে নিশানা করে তিনি এই টুইট করেছেন। এদিন কলকাতা থেকে করোনার ভ্যাকসিন নিয়ে বাঁকুড়ায় যাচ্ছিল কনভয়। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে এদিন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে দুই নম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি নেওয়া হয়। রাস্তা অবরোধের কারণে সেই ভ্যাকসিনের কনভয় আটকে পড়ে। গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্যাকসিনের কনভয় ঘুর পথে নিয়ে গিয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা করিয়ে দেয়। প্রসঙ্গত, রাজ্যের মন্ত্রীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করা হয়। সেই অবরোধের ফলে করোনা ভ্যাকসিনের কনভয় আটকে যাওয়ার প্রসঙ্গে মন্ত্রীর মন্তব্য, ৯৫ কোটি মানুষের রুটি-রুজির কাছে করোনার ভ্যাকসিন মূল্য রাখে না। 

উল্লেখ্য, দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ অভিযান। প্রথম দফায় করোনার বিরুদ্ধে লড়াই করা তিন কোটি করোনা যোদ্ধাকে  ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্যে ভ্যাকসিন এসে পৌঁছানোর পর এই কনভয় করে বিভিন্ন জেলায় সেই ভ্যাকসিন পৌঁছে দেওয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকে করোনা মোকাবিলায় টিকাকরণ শুরু করা হবে। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে রাস্তা অবরোধের ফলে করোনার ভ্যাকসিনের কনভয় আটকে যাওয়ায় বিতর্ক শুরু হয়। পরে মন্ত্রী বলেন, ২০০ গাড়ির পিছনে কনভয় ছিল। গাড়িটিকে পার করিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দেশজুড়ে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছে সমস্ত মানুষ। চিকিৎসক, নার্স, পুলিশ থেকে শুরু করে করোনা যোদ্ধাদের প্রথমে এই টিকাকরণ করা হবে। এই পরিস্থিতিতে মন্ত্রীর নেতৃত্বে অবরোধ কর্মসূচির ফলে ভ্যাকসিনের কনভয় আটকে যাওয়ায় রাজ্যজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =