মেদিনীপুর: আগামী ১৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করতে যাচ্ছেন মেদিনীপুরের দেখালিতে। সেই জনসভা নিয়ে বুধবার সরাসরি কটাক্ষ করলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারী। পরের দিন ১৯ জানুয়ারি হেঁড়িয়ার মাঠে পাল্টা সভায় ১ লক্ষ মানুষের জমায়েত করার ডাক দিলেন মেদিনীপুরের ভূমিপুত্র।
বুধবার দুপুরে ভগবানপুরের অর্জুননগরের তপশিলি মোর্চার জনসভা থেকে বিজেপি নেতা বলেন, “১৮ তারিখে মাননীয়া আসছেন দেখালিতে, ভাষণ দেবেন। ভোটের আগেই মাননীয়ার মনে পড়ে নন্দীগ্রাম, খেজুরির কথা।” শেষবার মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৫ সালের ২১ ডিসেম্বর নন্দীগ্রামে এসেছিলেন বলেও মনে করান শুভেন্দু। তিনি জানিয়েছেন, “মাননীয়ার সভার উত্তর দেওয়ার জন্য পরেরদিনই অনুপমরা সভার ব্যবস্থা করেছে হেঁড়িয়ার মাঠে।” বিজেপি নেতা জানিয়েছেন, ১৯ জানুয়ারির সভায় উপস্থিত থাকবেন তিনি এবং বাবুল সুপ্রিয়। সভায় থাকতে পারেন লকেট চট্টোপাধ্যায়ও, এমনটাই আভাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।
‘মাননীয়া’কে ‘মিথ্যাশ্রী ও কুৎসাশ্রী’ খেতাব দিয়ে শুভেন্দু অধিকারী এদিন বলেন, “মিথ্যাশ্রী আর কুৎসাশ্রীর জনক উনি। মোদিজি আর ডঃ হর্ষবর্ধন যদি করোনা ভ্যাকসিনের কথা না বলতেন, তাহলে উনি এটাকেও টিকাশ্রীর নামে চালিয়ে দিতেন। তাই ১৯ তারিখে হেঁড়িয়ার মাঠে লক্ষ লোকের জমায়েত করতে হবে। ঝাঁটিয়ে বেড়িয়ে যেতে হবে।” প্রাক্তন তৃণমূল হেভিওয়েট নেতা আরও বলেন, “জেলার মানুষরা কী বানের জলে ভেসে এসেছে? উত্তরবঙ্গের মানুষ, মেদিনীপুর, সুন্দরবন, বনগাঁর মানুষ কী বানের জলে ভেসে এসেছে? রাজ্য চালাবে শুধুই হরিশ মুখার্জী আর হরিশ চ্যাটার্জীর লোকেরা? এসব আর হবে না। এবারে আমরাই জিতব আর বিজেপি সরকার তৈরি হবে।”