কলকাতা: কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তল্লাশি অব্যহত রাজ্যে। ফের একবার এই মামলার মূলপাণ্ডা অনুপ মাজি, ওরফে লালা এবং বিনয় মিশ্র’র বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। বুধবার সিবিআইয়ের প্রায় ৭৫ আধিকারিক দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ সহ প্রায় ১০টি এলাকায় তল্লাশি অভিযান চালায়।
এর আগেও কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা কলকাতার সল্টলেক থেকে শুরু করে আসানসোল পর্যন্ত তল্লাশি চালিয়েছিল। কিন্তু সবকিছুর পরেও এখন অব্দি বেপাত্তা অনুপ মাজি। গত ৩১ ডিসেম্বর এই মামলায় নাম জড়িয়েছে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র’র। আর তারপরেই আরো বিশেষভাবে তৎপর হতে দেখা গেছে সিবিআই’কে। বিনয় মিশ্র’র রাসবিহারী ও চেতলা’র বাড়িতে চলেছে তল্লাশি, জারি হয়েছে তার নামে লুক আউট নোটিশ।
কিন্তু তাতেও থেমে থাকেনি সিবিআইয়ের অভিযান। তাদের অনুমান, অনুপ মাজি ও বিনয় মিশ্র’র সঙ্গে গরু পাচারকারী এনামুল হকের বিশেষ কিছু যোগাযোগ রয়েছে। আর তার কিনারা করতেই এই তল্লাশি। সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি, কাগজ ও ল্যাপটপ উদ্ধার হয়েছে। এইসব পর্যালোচনা করে আরো বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি বা নেতার এতে যোগসূত্রের সম্ভাবনাও দেখছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বক্তব্য অনুযায়ী, যেভাবে পশ্চিমবঙ্গে কয়লা ও গরু বেআইনি উপায়ে পাচার করা হত, তাতে এইসব মামলার নেপথ্যে বড় কোনো মাথা থাকার সম্ভাবনা প্রবল। সম্ভাবনার তালিকায় এমন কিছু নাম থাকলেও তা প্রকাশ করেনি সিবিআই। তাহলে কে রয়েছে এসবের পিছনে? উত্তর আপাতত অজানা হলেও, সম্ভাবনার পারদ চড়ছে ক্রমশ ভোটের বাংলায়।