নয়াদিল্লি: বিজেপিকে আক্রমণ করতে গিয়ে হাথরসের নির্যাতিতার সঙ্গে সীতার তুলনা করে ফেলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের জেরে এবার বড়সড় বিপদে পড়ার মুখে তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে চরম হুমকি দিলেন মহন্ত পরমহংস। তিনি দাবি জানিয়েছেন, এই বিষয়ে সঠিক তদন্ত না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথা যে কেটে আনবে তাকে তিনি পাঁচ কোটি টাকা পুরস্কার হিসেবে দেবেন! সব মিলিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনায়।
সম্প্রতি ব্যারাকপুরে দলের কর্মসূচিতে যোগ দিয়ে হাথরসের নির্যাতিতাকে সীতার সঙ্গে তুলনা করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘‘রাবণের বদলে রামচন্দ্রের চ্যালারা সীতা দেবীকে অপহরণ করতেন তাঁর অবস্থাও নাকি হাথরসের নির্যাতিতার মত হত।’’ এই মন্তব্যের পরে ভারতীয় জনতা যুব মোর্চা নামে একটি সংগঠন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তারা দাবি করে এই মন্তব্য করে করলেন হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত দিয়েছেন। একই সঙ্গে প্রয়াগরাজ থেকে অযোধ্যা সাধুসন্ন্যাসীদের একটা বড় অংশ এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এই প্রেক্ষিতেই মহন্ত পরমহংস জানিয়েছেন, সস্তার রাজনীতি করার জন্য দেব-দেবীদের নাম নেওয়া হচ্ছে, হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে। কল্যান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে তার মাথা কেটে নিয়ে আসবে তাকে তিনি পাঁচ কোটি টাকা দেবেন। তাঁর একটাই বক্তব্য, তৃণমূল কংগ্রেসের ওই সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এদিকে কল্যান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর ইতিমধ্যেই অনশনে বসেছে সাধুসন্ন্যাসীদের একটা বড় অংশ। যতক্ষণ না তাঁর উপযুক্ত শাস্তি হয় ততক্ষণ অনশন চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বিজেপি একাধিকবার বাংলার আইন-শৃঙ্খলা এবং নারী সুরক্ষা নিয়ে কথা বলে আসছে। এদিকে উত্তরপ্রদেশের ঘটে যাচ্ছে একের পর এক নৃশংস ঘটনা। বিরোধীদের বক্তব্য, যে রাজ্যে বিজেপি শাসন রয়েছে সেইসব রাজ্যে নারী সুরক্ষা তলানীতে, তাই বিজেপি সংসদ বা নেতাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলা মানায় না। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সাংবাদিক বৈঠকে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সীতার সঙ্গে হাথরসের নির্যাতিতার তুলনা টেনে বসেন। সেই মন্তব্যের পর মুহূর্তে থেকেই বিতর্কে সৃষ্টি হয়েছিল। এবার তাঁর মাথা কেটে নেওয়ার মতো চরম হুঁশিয়ারিতে এই ঘটনা যেন আরো বেশি বিতর্কিত হয়ে গেল।