‘পকেটমারে’র সঙ্গে কুণাল ঘোষের তুলনা! ফের বিস্ফোরক শোভন

‘পকেটমারে’র সঙ্গে কুণাল ঘোষের তুলনা! ফের বিস্ফোরক শোভন

কলকাতা: একুশের নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে ফের সরব শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে রাজনৈতিক মহলে বিশেষ মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে শিরোনামে উঠে এসেছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কিন্তু এবার বিজেপির হয়ে শাসকদলের বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে মুখ খুললেন তিনি।

এদিন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে ‘পকেটমার’ বলে আক্রমণ করেছেন শোভন চট্টোপাধ্যায়। সেই সঙ্গে দলীয় সভা থেকে আগামী নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্য নিয়েও নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিজেপির সদর দপ্তর থেকে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। আর সেখান থেকেই পুরোনো দলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। কুণাল ঘোষের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বাসে পকেটমার ধরা পড়লে সে অন্য লোককে দেখিয়ে পকেটমার বলে দাবি করতে থাকে। এক্ষেত্রেও ঘটনা ঠিক একই রকম। কুণাল ঘোষ অভিযুক্ত। তিনি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। সারদা মিডিয়ার সিইও হিসাবে মোটা টাকা মাইনে নিতেন। এরকম পকেটমারকেই মুখপাত্র করেছে তৃণমূল।’’ বস্তুত, সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ এনেছেন কুণাল ঘোষ। গ্রেফতারির দাবিও তুলেছিলেন তিনি৷ সেই পরিপ্রেক্ষিতে এদিন একথা বলেন শোভন বাবু।

চিটফান্ড কেলেঙ্কারির পর কেটে গিয়েছে ৭ বছর। শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ারও ১৪ মাস অতিক্রান্ত। এতদিন পরে হঠাৎ এসব কথা কেন মনে পড়ছে কুণাল ঘোষের, এদিন সাংবাদিক সম্মেলন থেকে প্রশ্নও তুলেছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এখানেই শেষ নয়, আগামী নির্বাচনে বামফ্রন্টের থেকেও খারাপ অবস্থা হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, এদিন এমনটাই ভবিষ্যতবাণী করেছেন শোভন চট্টোপাধ্যায়। উল্লেখ্য, দলীয় কাজে এখন থেকে বেশ সক্রিয় ভূমিকা নিতে দেখা যাবে শোভন চট্টোপাধ্যায়কে, এদিন নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন তিনি। জানিয়েছেন, এবার থেকে সোমবার বুধবার এবং শুক্রবার করে পার্টি অফিসে আসবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + eighteen =