আলোচনায় রাজ্যের আইন-শৃঙ্খলা, ১ ঘণ্টার বৈঠক রাজ্যপাল ও মুখ্যসচিবের

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছিলেন তিনি।

কলকাতা: আর কয়েক সপ্তাহের অপেক্ষা, তারপরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সংঘটিত হতে চলেছে। ইতিমধ্যে নির্বাচন স্বচ্ছ এবং সুরক্ষিত করতে প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। ‌ তবে প্রথম থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ পর্যন্ত চেয়েছে তারা। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ও রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করেছেন বহুবার। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছিলেন তিনি। এবার রাজভবনে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল।

এদিন বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে যান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক করেন তিনি। সূত্রের খবর রাজ্যের আইন-শৃঙ্খলা এবং সুরক্ষা নিয়েই এই বৈঠক হয়েছে দুজনের মধ্যে। বৈঠকের ছবি এবং ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়। ইতিমধ্যে রাজ্যের নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই পশ্চিমবঙ্গে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার। এর আগে উপ মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যের আইন এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। 

প্রসঙ্গত, বহু আগে থেকেই তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছে ভারতীয় জনতা পার্টি শিবির। বারংবার দাবি করা হয়েছে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ইতিবাচক নয়। এখানে সবকিছু এবং সুরক্ষিত নির্বাচন হওয়া খুবই মুশকিল। কার্যত বিজেপির সুরে সুর মিলিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ও একই অভিযোগ তুলেছেন একাধিকবার। সরাসরি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুলিশকে।বিভিন্ন ইস্যুতে  মন্তব্য করেছেন, রাজ্যের পুলিশের উচিত দায়িত্ব নিয়ে কাজ করা। কিন্তু এই রাজ্যে পুলিশ রাজনৈতিক দল দাসে পরিণত হয়েছে। নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে সামনের সারি থেকে কাজ করছেন তারা। সেই রাজ্যপাল জগদীপ ধনকড়েরসঙ্গে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *