নানুর: পঞ্চায়েত প্রধানকে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ উঠেছে বীরভূমের নানুরে। অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বীরভূমের নানুর থানা এলাকার জলুন্ডি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। পঞ্চায়েত প্রধান তপনবাবুর অভিযোগ, বুধবার নিজের ভাইপোর সাথে গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময়ে প্রথম পথ আটকে দাঁড়ায় বিজেপি কর্মীরা। তপনবাবু এবং তার ভাইপোর সামনেই বিজেপি কর্মীরা তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দেন। এরপরে অকথ্য ভাষায় শাঁসাতে থাকেন তারা। তপনবাবু জানিয়েছেন, “আমার ভাইপো প্রতিবাদ করতে গেলে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। আমার মোটরসাইকেলটি আমার সামনেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।”
উল্টোদিকে বিজেপি কর্মীদের পাল্টা দাবি, গ্রামের মধ্যে বিজেপি করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন পঞ্চায়েত প্রধান তপনবাবু। তাতেই উত্তেজিত কর্মীরা তপনবাবুর মোটরসাইকেল ভাঙচুর করে। তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরে দীর্ঘ সময় ধরে গ্রামে বিজেপি কর্মীদের কাছেই আটক থাকেন। খবর পেয়ে তৎক্ষণাৎ গ্রামে পৌঁছয় নানুর থানার পুলিশ এবং উদ্ধার করে তপনবাবু ও তার ভাঙাচোরা মোটরসাইকেলটিকে।