তৃণমূল-ত্যাগের ধারা অব্যাহত, এবার পুরপ্রধানের পদ ছাড়লেন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা

তৃণমূল-ত্যাগের ধারা অব্যাহত, এবার পুরপ্রধানের পদ ছাড়লেন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা

হলদিয়া: একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। ভোটের আগে দলবদলের কালো মেঘ দেখা দিয়েছে শাসক শিবিরের আকাশে। বারবার প্রকাশ্যে আসছে অন্তর্কোন্দলের ছবি। এদিন সেই ধারা বজায় রেখেই দলীয় পদ ত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের আরো এক নেতা।

হলদিয়ার বিদায়ী পুরপ্রধান শ্যামল আদক এদিন নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। রাজনৈতিক মহলে এই শ্যামল আদক সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে কি আরো এক দলবদলের সাক্ষী থাকতে চলেছে তৃণমূল? বলা বাহুল্য শ্যামল আদকের পদত্যাগ নতুন করে তৈরি করেছে জল্পনা।

শুক্রবার পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্যামল আদক। তিনি জানিয়েছেন জেলা রাজনীতির প্রতিকূল হাওয়া আন্দাজ করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সেই সঙ্গে এখনই দল ত্যাগ করছেন না বলেও জানিয়েছেন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা শ্যামল আদক। বস্তুত, তাঁকে নিয়ে তৃণমূলের অন্দরে বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছিল বিতর্ক। শোনা যাচ্ছিল, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই নেতার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছে দলেরই এক বিরোধী গোষ্ঠী। তার আগেই সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি, তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

তৃণমূল সূত্রের খবরে জানা গেছে, শ্যামল আদকের জায়গায় এবার হলদিয়া পুরসভার নতুন চেয়ারম্যান হতে চলেছেন সুধাংশু মণ্ডল। এযাবৎ তিনি ওই পদের ভাইস চেয়ারম্যান ছিলেন। অন্যদিকে এদিন পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূলের সম্পাদক রাধাকান্ত দাঁয়ের ইস্তফা পত্রও জমা পড়েছে তৃণমূল ভবনে। কিছুদিন আগে রাধাকান্ত দাঁকে পূর্ব পদ থেকে সরিয়ে জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দলীয় আবহে তিনিও সরে দাঁড়িয়েছেন দায়িত্ব থেকে। পরপর পদত্যাগের এই ঘটনা গুলি প্রাক-নির্বাচনী আবহে শাসকদলকে যে খুব একটা স্বস্তিতে রাখছে না তা বলাই বাহুল্য। তৃণমূল থেকে দলে দলে বিজেপিতে যোগ দেওয়ার হিরিক ভোট যুদ্ধের আগেই বয়ে আনছে অশনিসংকেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =