কারা পাবেন বিজেপির টিকিট? সাফ ঘোষণা দিলীপের

কারা পাবেন বিজেপির টিকিট? সাফ ঘোষণা দিলীপের

42db908e351c6e59b02fd5345e9fe61f

নয়াদিল্লি:  বিজেপিতে যোগ দিলেই যে তাঁকে প্রার্থী করা হবে, এরকম কোনও শর্ত নেই৷ অমিত শাহের সঙ্গে বৈঠকের আগে সাফ জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘‘আমাদের দলের অনেক নেতা, প্রার্থী রয়েছেন। আগে তাঁরা বিজেপিতে যোগ দিন, পরে কাকে প্রার্থী করা হবে, এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷’’ 

শুক্রবার দিল্লিতে জরুরি তলব করা হয় দিলীপ ঘোষ, মুকুল রায়কে। দলের রাজ্য সভাপতির দাবি, ‘‘আমাদের দুই তিন মাস পর পর দলের কর্মসূচি নিয়ে পর্যালোচনা করা হয়। তার সঙ্গে আগামী দু’তিন মাস কী আন্দোলন করা হবে, তার রূপরেখা তৈরি করতেই এদিনের এই বৈঠক।’’ বিহার নির্বাচনে দলের জয়ের পরেই বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। প্রতি মাসে রাজ্যে আসছেন অমিত শাহ, জেপি নাড্ডার মত গেরুয়া শিবিরের সর্বোচ্চ নেতারা৷ চলতি মাসে তিনি আবারও রাজ্য সফরে আসবেন বলে খবর৷ 

এদিকে, এই পরিস্থিতিতে শনিবার দিল্লি যেতে পারেন তৃণমূল সংসদ শতাব্দী রায়৷ ফেসবুক পোস্ট তাঁর বর্তমান দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন৷ ফলে তিনি বিজেপিতে আসছেন বলে জল্পনা তুঙ্গে। যদিও দিলীপ ঘোষের দাবি, এই নিয়ে তাঁর সঙ্গে কোনও কথা হয়নি শতাব্দীর। বিষয়টি নিয়ে দলের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন তীব্র করেছে বিজেপি৷ নাম জড়ানো হয়েছে ঘাসফুল শিবিরের শীর্ষ নেতাদের৷ এখন সেই নেতারা বিজেপিতে যোগ দিলে দুর্নীতির অভিযোগ ভোঁতা হয়ে যাবে না? জবাবে দিলীপ ঘোষের উত্তর, ‘‘আমরা সবার ওপরে নজর রাখছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *