কলকাতা: করোনা আবহাওয়া বাংলায় অনুষ্ঠিত হতে চলেছে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে নির্বাচন কমিশন৷ দফায় দফায় বৈঠক জানতে চাওয়া হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি৷ সমস্ত দিক খতিয়ে দেখে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন৷ এবার ভোটের ভবিষ্যৎ খুঁজতে বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷
ইতিমধ্যেই আজ নির্বাচন কমিশনের তরফে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে৷ তাতে এক ধাক্কায়ব বেড়েছে ২০ লক্ষ ভোটারের নাম৷ ভোটার তালিকা প্রকাশ হতেই আগামী বুধবার বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ আগামী বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এর আগের দু’দিনের রাজ্য সফর করে গিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ এবার বাংলায় আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোড়া৷
নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী বুধবার সন্ধ্যায় শহর কলকাতায় পা রাখবেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ এরপর বৃহস্পতিবার সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে করবেন বৈঠক৷ বৈঠকে উঠতে পারে রাজ্যের আইন-শৃঙ্খলার প্রসঙ্গ৷ এছাড়াও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তাদের৷ একইসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন ফুল বেঞ্চের আধিকারিকরা৷ বৃহস্পতিবার দিনভর বৈঠকের পর শুক্রবার নির্বাচন কমিশনের আধিকারিকরা ফিরে যাবে দিল্লি৷ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম বিধানসভা নির্বাচন রয়েছে৷ জানা গিয়েছে, নির্বাচন কমিশনের ফুলবেনট প্রথমে অসমে যাবেন৷ সেখান থেকে বাংলায় আসেন তাঁরা৷
এর আগে দু’দিনের সফরে বাংলায় এসেছিলেন সুদীপ জৈন৷ বৈঠক করেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে৷ সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ ভোটের কাজে গাফিলতি থাতলে অপসারণের জন্য আধিকারিকদের প্রস্তুত থাকতে সতর্ক করে গিয়েছেন৷ দু’দিনের সফরে প্রশাসনিক স্তরে বৈঠকের বৈঠকের নির্যাস রিপোর্ট আকারে তিনি তাঁর দফতরে পাঠিয়ে দিয়েছেন৷ সূত্রের খবর, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার পর ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, ফেব্রুয়ারিতে ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে৷ এপ্রিল মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন৷