কলকাতা: কেডি সিংকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিংয়ের গ্রেফতারি নিয়ে তদন্তকারী সংস্থাগুলির পেশাদারিত্ব নিয়ে সরব হলেন তিনি। কেডির তৃণমূল যোগ নিয়েও বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান বাম নেতা৷
সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম জানালেন, ‘‘২০১১ সালে সরকার গড়ার পর সব থানায় নির্দেশ পাঠায় তৃণমূল, যে চিটফান্ড নিয়ে যেন কোনও এফআইআর না নেওয়া হয়। আর এখন ইডি বলছে, কেডি সিংয়ের বিরুদ্ধে কোনও এফআইআর নেই! অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, তা সত্ত্বেও কেডি সিংয়ের বিরুদ্ধে তখন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে।’’
বাম বর্ষীয়ানের আরও বক্তব্য, ‘‘ঝাড়খণ্ড আদালতের নির্দেশে ২০১৩ সালে অ্যালকেমিস্ট নিয়ে এফআইআর হয়। ২০১৫ সালে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি পাঠাই। তিনি জবাবও দেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷’’ শনিবারের সাংবাদিক বৈঠকে তিনি তদন্তকারী সংস্থার উপর প্রশ্ন তুলে বলেন, ‘‘একটা সময়ে ইডি, সিবিআই, সেবি এই মামলার দায় ঠেলাঠেলি করছে। আমায় এক তদন্তকারী সংস্থা জানায়, এরকম হাইপ্রোফাইল কেসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ এলে তবেই তদন্ত শুরু হয়৷ ২০১৬ সালে প্রধানমন্ত্রীকে চিঠি লিখি৷ কিন্তু প্রত্যেকবার মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠকের পর তদন্তকারী কর্মকর্তারা বদলি হয়ে যান৷’’
অ্যালকেমিস্ট কর্তার সঙ্গে তৃণমূল যোগের কথাও বলেছেন মহম্মদ সেলিম। জানিয়েছেন, ‘‘ভাইপো তো কেডি সিংয়ের জামাই৷’’ যদিও প্রাক্তন তৃণমূল সাংসদের সঙ্গে সমস্ত যোগাযোগের অভিযোগ আগেই নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ জানিয়েছেন, ‘‘ও এখন আর সাংসদ নয়, দলের সঙ্গেও আর কোনও নেই ওঁর৷ এখন দলের কেউ নয়৷’’ তবে মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘‘কেডি বলেছিল, আপনি একটি করে চিঠি লেখেন, আর টাকার প্যাকেট পৌঁছতে হয় আমাকে৷’’ গোটা ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক মহল৷