কবে খুলবে স্কুল? এখনও ধোঁয়াশা কাটাতে পারলেন না পার্থ!

কবে খুলবে স্কুল? এখনও ধোঁয়াশা কাটাতে পারলেন না পার্থ!

কলকাতা: বিশ্ব জোড়া করোনা অতিমারীর যে প্রভাব পড়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, তার কবল থেকে বাদ যায়নি শিক্ষা ব্যবস্থাও। ভারতে করোনা মোকাবিলায় সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছিল গত বছরের মার্চ মাস থেকে। সেই থেকেই এ রাজ্যে বন্ধ রয়েছে সমস্ত স্কুল কলেজ। পঠনপাঠন চলছে অনলাইনেই। কিন্তু ভ্যাকসিন তো এসে গিয়েছে। কবে খুলবে স্কুল? নানা চর্চার মাঝেই এবার জবাব দিলেল পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূল ভবনে স্কুল খোলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, তাঁর দফতর স্কুল কলেজ পুণরায় চালু করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। সেই মর্মে শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্যানিটাইজ করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু একইসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘খুললেই তো হবে না, যারা খুলেছে তারা বন্ধও করে দিয়েছে৷ নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে৷ আমরা সময় মতোই স্কুল কলেজ খুলব৷’’

বস্তুত, আনলক প্রক্রিয়ায় একের পর এক সমস্ত দিক পুরোদমে চালু হওয়ার সময় একাধিক রাজ্যেই খুলে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানও। কিন্তু পড়ুয়াদের মধ্যে ভাইরাসের সংক্রমণের হার বেড়ে গিয়ে হিতে বিপরীত হয়েছিল প্রায় প্রতি ক্ষেত্রেই। খোলার কিছুদিনের মধ্যেই ফের তালা ঝোলাতে হয়েছিল স্কুলগুলিতে। শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘‘পঠনপাঠন চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। এর জন্য আমরা প্রযুক্তিগত দিক থেকে ব্যবস্থা নিয়েছি। কিন্তু আমাদের শিক্ষার সঙ্গেও স্বাস্থ্যকে জড়িয়ে রাখতে হবে।’’

স্কুল খোলা নিয়ে কথা বলতে ববলতেই রাজ্যে শিক্ষক নিয়োগের বিষয়েও কথা তোলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, সাঁওতালি ভাষায় যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। ‘‘আমরা পরীক্ষার দিনক্ষণ দিয়ে দিয়েছি। ২২টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। এর ফলে শিক্ষক নিয়োগ ক্ষেত্রে বহুদিনের একটা দাবি পূরণ হবে’’, বলেন তিনি। তবে, স্কুল না খুললে কীভাবে সিলেবাস শেষ হবে, কীভাবে শেষ হবে শিক্ষাবর্ষ? সামনেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক৷ এখন ক্লাস শুরু করা যায়নি৷ প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক, স্কুল বন্ধ থাকায় চূড়ান্ত সমস্যায় পড়েছে রাজ্যের কয়ের কোটি পড়ুয়া৷ 

রাজ্য সরকারি শিক্ষক নিয়োগে গাফিলতি ও দুর্নীতির অভিযোগে ভোটের আগে সরব হয়েছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও। এদিন বিরোধীদের সেই অভিযোগকে ‘অপপ্রচার’ বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘কিছু মানুষ অপপ্রচার রটিয়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করছে৷ তা সঠিক নয়। কোর্টের রায় অনুযায়ী কাজ করা হচ্ছে।’’ আগামী ৩১ তারিখে প্রাথমিক টেটের পরীক্ষাও সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 14 =