কলকাতা: শুরু হয়ে গিয়েছে ভোটের কাউন্টডাউন৷ বাংলার মসনদ দখলে রাজনৈতিক দলগুলি ছকে নিচ্ছে নিজেদের রণকৌশল৷ রবিবার সাংগঠনিক বৈঠক করল বিজেপি৷ আইসিসিআর-এর বৈঠকে কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও উপস্থিত ছিলেন শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, শমিক ভট্টাচার্য, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকের পর তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাক দেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়৷ আগামীকাল অভিষেক গড়ে যাচ্ছে শোভন-বৈশাখী৷
আরও পড়ুন- বিজেপি ক্ষমতায় এলে গঙ্গায় তলিয়ে যাবে বাংলা! দাবি তৃণমূলের
এদিন বৈঠকের পর মুকুল রায় জানান, জোনাল ইনচার্জ, অবজার্ভারদের নিয়ে আলোচনা হয়েছে৷ বৈঠক প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, ‘‘খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে৷ তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলতে কী কী করা উচিত, তা ঠিক করা হয়েছে৷’’ এর পর তৃণমূলকে বিঁধে তিনি বলেন, ‘‘আমাদের দলে একজন পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট নয়৷ সবাই নিজস্ব বক্তব্য পেশ করেছে৷ খুব সুন্দর ভাবে সাংগঠনিক বৈঠক হয়েছে৷’’
জানা গিয়েছে, এদিনের সাংগঠনিক বৈঠকে সৌমিত্র খাঁকে সতর্ক করা হয়েছে৷ কয়েকদিন আগে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছিলেন সৌমিত্র খাঁ। যা নিয়ে অস্বস্তিতে পড়ে বিজেপি৷ এদিন তাঁকে সতর্ক করে দেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, ‘‘বেঁফাস মন্তব্য নয়, কিছু বলার আগে সতর্ক হন। প্রয়োজনে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলোচনা করুন।’’ বিজেপি’র বাকি নেতাদের একই বার্তা দেওয়া হয়েছে বলে খবর৷
আরও পড়ুন- নীলবাড়ি দখলে পঞ্চরথ ছোটাবে বিজেপি! পাল্টা কটাক্ষ ফিরহাদের
এদিকে জানা গিয়েছে, ফের রাজ্যে আসতে চলেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ বাংলায় পরিবর্তন ব়্যা্লি করবেন তিনি৷ আইসিসিআরে বৈঠকের পর একথা ঘোষণা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা যাত্রা করবই৷ এটা ভরতবর্ষের দস্তুর৷ দু’বছর আগেও আমরা গণতন্ত্র বাঁচাও ব়্যালি করেছিলাম৷ সেই সময় রাজ্য সরকার অবশ্য তাতে বাধা দিয়েছিল৷ কিন্তু ভারত যতদিন থাকবে রথও ততদিন চলবে৷
পাল্টা জবাবে ফিরহাদ হাকিম বলেন, ‘‘ওরা যা ইচ্ছা করবে৷ সব এজেন্সি লাগাবে৷ কিন্তু শেষ কথা বাংলার মানুষ বলবে৷ বাংলার মানুষ বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার৷’’ বিজেপি’র ব়্যালি প্রসঙ্গে তাঁর কটাক্ষ, জেপি নাড্ডা যতই পরিবর্তন ব়্যালি করুক, তাতে লাভ নেই৷ শুধু ব়্যালিই হবে, পরিবর্তনটা হবে না৷
আরও পড়ুন- প্রতীচীর জমি মেপে দেখবে ভূমিরাজস্ব দফতর! অমর্ত্যর দিকে আঙুল বিশ্বভারতীর
এদিকে, আগামীকাল ডায়মন্ড হারবারে যাচ্ছেন শোভন চট্টোপাধ্যায়৷ এ প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ডায়মন্ডহারবারকে যুবরাজ তাঁর নিজের রাজত্ব বলে মনে করেন৷ সকলে মিলে ওটা যুবরাজের রাজত্ব করে ফেলেছে৷ ওই ডায়মন্ডহারবারেই আমাদের সর্বভারতীয় সভাপতির উপর হামলা হয়েছিল৷ আগামীকাল ওখানে গিয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়ে আসব৷’’ তিনি আরও বলেন, শোভন চট্টোপাধ্যায় নিজের কাঁধে দায়িত্ব নিয়ে অভিষেক বন্দ্যেপাধ্যায়কে জিতিয়েছিলেন৷ নিজের হাতে গড়ে দেওয়া সেই গড় ভাঙতে শোভন চট্টোপাধ্যায় ডায়মন্ড হারবারে যাচ্ছেন৷ তাঁর সঙ্গে থাকবেন বৈশাখীও৷