‘বাবুল নাচাগানা ভালো বোঝে, অরাজনৈতিক লোক’, কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে বিস্ফোরক সৌগত

‘বাবুল নাচাগানা ভালো বোঝে, অরাজনৈতিক লোক’, কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে বিস্ফোরক সৌগত

নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: বাবুল অরাজনৈতিক লোক৷ নাচাগানা ভালো বোঝে ও৷ রবিবার নিউ ব্যারাকপুরে এসে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে একহাত নিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ একইসঙ্গে তীব্র নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকেও৷ প্রসঙ্গত, সম্প্রতি বাবুল সুপ্রিয় বলেছিলেন, তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলার জন্য যা যা করতে হয় করব৷ এদিন তারই পাল্টা দেন সৌগত৷ সাংসদের কথায়, রাজনীতির কিছু বোঝে না বাবুল, ও নাচাগানা ভালো বোঝে৷ একইসঙ্গে তার তোপ, বাবুলেরা যে দিবাস্বপ্ন দেখছে তা পূর্ণ হবে না৷

একইসঙ্গে এদিন জেপি নাড্ডাকেও নিশানা করতে ছাড়েননি সৌগত৷ তিনি বলেন, “জে পি নাড্ডা যত পশ্চিম বাংলা কম আসেন তত ভাল, তিনি হিমাচল প্রদেশের একটি ছোট্ট জায়গায় থাকেন,বাংলার ইতিহাস সংস্কৃতি কিছুই জানেননা। তাই বিজেপির এই পরিবর্তন যাত্রা করে কোন লাভ নেই।এই লড়াই বাঙালি বনাম বহিরাগতদের লড়াই।” এদিন শোভন-বৈশাখীকেও ছেড়ে কথা বলেননি তিনি৷ বৈশাখীকে এদিন না চেনার ভান করে সৌগত বলেন, “ওই মহিলাকে আমি চিনি না,সে কি কোন এমেলে,এমপি? আমি এতদিন রাজনীতি করার পর,এই ধরনের  অরাজনৈতিক ব্যক্তির কথার উত্তর দেব কেন? শোভন চট্টোপাধ্যায় আগে একটা বিধানসভা থেকে জিতে দেখাক”৷ অনেক মানুষের অনেক দ্বিবা স্বপ্ন থাকে বলে মন্তব্য সৌগত রায়ের।

এদিন শুভেন্দুকে মীরজাফর বলার কারণও ব্যাখ্যা করেন সৌগত৷ বলেন, “মমতা ব্যানার্জীর সঙ্গে থেকে, সব কিছু পেয়ে, মন্ত্রী থেকে তৃণমূলের টিকিটে দুবার বিধানসভায় দুবার লোকসভায় জিতে উনি দল ছেড়ে দিলেন এজন্যই তাকে মীরজাফর বলছি৷”
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 3 =