‘রাতে বাড়ি ফিরে পুজো না করে খাই না’, বিজেপিকে হিন্দুধর্ম না শেখানোর বার্তা কল্যাণের

‘রাতে বাড়ি ফিরে পুজো না করে খাই না’, বিজেপিকে হিন্দুধর্ম না শেখানোর বার্তা কল্যাণের

b84a290fe69eaca3582e03249500427a

নিজস্ব সংবাদাদাতা, জগৎবল্লভপুর:  হিন্দুত্ববাদকে হাতিয়ার করেই এবারও বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির৷ দিকে দিকে জয়শ্রীরাম স্লোগান দিচ্ছেন তারা৷ এদিন হাওড়া থেকে হিন্দুত্ব নিয়ে বিজেপিকে নিশানা করেন কল্যাণ৷ বলেন, আজ থেকে ৫০ বছর আগে আমার পৈতা হয়েছে। আমি এখনো প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করি। শিবের মাথায় জল ঢালি। মা কালীর পুজো করি। দেবতার মন্ত্র জপ করি। যতক্ষণ না চণ্ডীপাঠ করি ততক্ষণ পর্যন্ত এক গ্লাস জলও আমি খাইনা। তাই বিজেপি আমাকে হিন্দু ধর্ম শিখিও না। রাতে বাড়ি ফেরার পরেও ঠাকুরের পুজো করে তারপর আমি খাবার খাই। আমাকে হিন্দু ধর্ম তোমাদের কাছে শিখতে হবে না। বিজেপি, আরএসএস বা কতিপয় কট্টর হিন্দুবাদীদের কাছে আমার হিন্দু ধর্ম শেখার দরকার নেই।”

এনআরসি করে কাউকে তাড়াতে দেব না৷ বিজেপিকে হুঙ্কার কল্যাণের৷ রবিবার হাওড়াতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের৷ তুললেন নাগরিকত্ব প্রসঙ্গ৷ হুঙ্কার ছেড়ে জানিয়ে দিলেন বাংলায় যারা আছে তাদের এনআরসিতে তাড়াতে দেবে না তৃণমূল৷ একইসঙ্গে জানালেন বিজেপিকে হিন্দু মুসলিম ভাগ করতে দেবেন না তারা৷

রবিবার হাওড়ার জগৎবল্লভপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষিবিল এবং কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপিকে একের পর এক আক্রমণ শানান কল্যাণ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *