কলকাতা: কার্যত বিস্ফোরণ ঘটিয়ে নন্দীগ্রামে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনের পারদ এই ঘোষণার পর আরো বাড়তে শুরু করেছে। এদিকে দক্ষিণ কলকাতায় জনসভা করে বিজেপি নেতার শুভেন্দু অধিকারী হুংকার দিয়েছেন, মুখ্যমন্ত্রীকে হারাতে না পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এই উত্তেজক পরিস্থিতির মধ্যেই শুভেন্দু অধিকারীকে চরম আক্রমণাত্মক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। বললেন, বাপের বেটা হলে যেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রার্থী হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে যে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে ইতিমধ্যেই দাবি করেছেন সৌগত রায়। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সম্পর্কে তিনি বলেন, তাঁর যদি হিম্মত থাকে এবং সে যদি বাপের ব্যাটা হয় তাহলে নন্দীগ্রামে প্রার্থী হয়ে দেখাক। এই মন্তব্য করে রীতিমতো শুভেন্দু অধিকারীকে ওপেন চ্যালেঞ্জ করেছেন সৌগত রায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে তিনি বলেছেন, তৃণমূল সুপ্রিমো আজকের এই সিদ্ধান্ত কর্মী এবং সমর্থকদের ব্যাপকভাবে উদ্বুদ্ধ করবে এবং তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হবে। উল্লেখ্য, ২০১৬ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে আগাম প্রার্থী ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেখানে প্রার্থী হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো।
যদিও এদিন দক্ষিণ কলকাতার এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে শুভেন্দু অধিকারীর দাবি করেছেন, বিজেপিতে শিষ্টাচার রয়েছে, সেখানে এইভাবে কোন জনসভা থেকে কোন কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা যায় না। তবে নন্দীগ্রামে তিনি প্রার্থী হন কি অন্য কেউ, আত্মবিশ্বাসের সঙ্গে শুভেন্দু বললেন, হাফ লাখ ভোটে যদি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে না পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন! একই সঙ্গে শুভেন্দুর কথায়, জনগণকে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, এদের উৎখাত করারই ডাক দিলেন তিনি। তিনি আরো মন্তব্য করেন, দিলীপ ঘোষ এবং তিনি এখন হাত মিলিয়েছেন। বিজেপি তুলে ছুড়ে ফেলে দেওয়াতে বিশ্বাসী নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে বঙ্গোপসাগরে তৃণমূলকে ছুঁড়ে ফেলবে তারা।