‘মমতার দফতর হল ওয়াশিং মেশিন’, তৃণমূল সুপ্রিমোকে পাল্টা মুকুলের

‘মমতার দফতর হল ওয়াশিং মেশিন’, তৃণমূল সুপ্রিমোকে পাল্টা মুকুলের

নিজস্ব সংবাদাদাতা, বনগাঁ: নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং৷ আজ নন্দীগ্রামের মঞ্চ থেকে সদর্পে তা ঘোষণা করেন মমতা৷ কিন্তু তাহলে তার নিজস্ব কেন্দ্র ভবানীপুর? সেখান থেকেও তিনি লড়বেন বলে এদিন জানিয়েছেন৷ তবে মমতার দুজায়গা থেকে একসঙ্গে লড়াকে ভালো নজরে দেখছে না বিরোধীরা৷ এদিন ঠাকুরনগরে গিয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি মুকুল রায় বলেন, একজায়গায় নির্বাচনে দাঁড়ালে হেরে যেতে পারেন তাই আরও একটা জায়গা খুঁজছেন৷ এদিন মুকুলের পাশেই বসে ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷ মুকুলের কথা শুনে মুচকি হাসেন তিনি৷ 

একইসঙ্গে মুকুল বলেন, বিজেপির কর্মীস্তরের ব্যক্তিও তৈরি মমতার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য৷ প্রসঙ্গত, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর বারবার নিজেকে বিজেপির কর্মীস্তরের মানুশ বলে সম্বোধন করেছেন শুভেন্দু৷ তাহলে কী এদিন তার দিকেই ইঙ্গিত করলেন মুকুল? উঠছে প্রশ্ন৷ একইসঙ্গে মমতার ছাত্র-যুব লড়াইয়ের মন্তব্যের পাল্টা দিয়ে মুকুল বলেন, শুভেন্দু কিন্তু গণ আন্দোলনেরই ফসল৷ ছাত্র-যুব আন্দোলনের থেকেই ও উঠছে৷ 

নন্দীগ্রামের মঞ্চ থেকে বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করেছেন মমতা৷ মমতা বলেন, বিজেপিতে গেলেই কালো থেকে সাদা হওয়া যায়৷ ওয়াশিং পাওডার হল বিজেপি৷ এদিন তারই পাল্টা দিয়ে মুকুল বলেন, মমতা ব্যানার্জীর দফতর আসলে ওয়াশিং মেশিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *