নেতাজির জন্মদিনে ‘পরাক্রম দিবস’ কেন্দ্রের, ‘দেশনায়ক দিবস’ বাংলায়!

নেতাজির জন্মদিনে ‘পরাক্রম দিবস’ কেন্দ্রের, ‘দেশনায়ক দিবস’ বাংলায়!

নয়াদিল্লি: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি আগেই উঠেছিল৷ নেতাজির ১২৫তম জন্মদিনে ‘দেশনায়ক দিবস’ হিসাবে পালনের ঘোষণা করেছে রাজ্য সরকার৷ এবার কেন্দ্রের তরফে নেওয়া হল বড় ঘোষণা৷

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, নেতাজির জন্মদিনকে এখন থেকে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করা হবে গোটা দেশজুড়ে৷ দেশের পাশাপাশি বিদেশেও উজ্জাপিত হবে ‘পরাক্রম দিবস’৷ যদিও বাম আমল থেকেই ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালন হয়ে আসছে বাংলায়৷ নেতাজির জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিবাসে পালনের বিষয়ে বাম সরকারের আমলে জারি হয়েছিল সরকারি বিজ্ঞপ্তি৷ তবে, তৃণমূল সরকারের ঘোষণা করা ‘দেশনায়ক দিবস’, বাম সরকারের আমলে ঘোষণা করা ‘দেশপ্রেম দিবস’ ও কেন্দ্রের ‘পরাক্রম দিবস’ ঘিরে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা৷ ২৩ জানুয়ারি ঠিক কোন নামে বাংলায় পাতিল হবে নেতাজির ১২৫তম জন্ম দিবস, তৈরি হয়েছে উৎকণ্ঠা৷

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি তুলেছে পশ্চিমবঙ্গ সরকার৷ নেতাজিকে শ্রদ্ধা জানাতে ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর চিঠি লিখে হস্তক্ষেপ চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ এই নিয়ে বঙ্গ রাজনীতিতে কম চর্চা হয়নি৷ এবার কেন্দ্রের তরফে ‘পরাক্রম দিবসে’র ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশে জানানো হয়েছে, স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানকে স্মরণে রাখতে ২৩ জানুয়ারি পরাক্রম দিবস হিসাবে পালন করবে সরকার৷ গোটা দেশের পাশাপাশি বিদেশেও পালিত হবে পরাক্রম দিবস৷ আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মদিন৷ সূত্রের খবর, ওই দিন কলকাতায় একাধিক অনুষ্ঠানে হাজির থাকবেন পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নেতাজির জন্মদিনের অনুষ্ঠানেও যোগ দিতে পারেন তিনি৷ তবে, সরকারি ভাবে সূচি এখনও ঘোষণা না হলেও আজ সফরসূচি ঘোষণা হতে পারে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =