নির্বাচনের আগে মন্ডা-মিঠাই, তারপর কাঁচকলা, এটাই বিজেপি: মমতা

নির্বাচনের আগে মন্ডা-মিঠাই, তারপর কাঁচকলা, এটাই বিজেপি: মমতা

পুরুলিয়া: গতকাল নন্দীগ্রামে ঐতিহাসিক জনসভা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ পাঁচ বছর পর প্রথম নন্দীগ্রামের সভা করে বিরাট বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি বিজেপিকে স্বভাবসিদ্ধ ভাবেই আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়ার সভা থেকেও তাঁর আক্রমণের ঝাঁজ একটুও কমেনি। এদিনও রাজ্য সরকারের একাধিক কর্মসূচির সাফল্যের খতিয়ান দেওয়ার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে কার্যত একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন পুরুলিয়ার জনসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে বিজেপি সবাইকে মন্ডা-মিঠাই খাওয়াবে, আর নির্বাচন হয়ে গেলে কাঁচকলা দেখিয়ে চলে যাবে। এটাই হল বিজেপি দল। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ঝাড়খন্ড, ওড়িশায় বিজেপি সরকার নেই, বিহারের নীতীশ কুমারের সরকার রয়েছে বিজেপির নয়। এদিকে বাংলায় যত না আছে, তত বেশি সংবাদমাধ্যমকে কিনে নিয়েছে। তবে এক্ষেত্রে সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের দোষ দিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেন, ভয় দেখিয়ে সাংবাদিকদের দিয়ে সব করাচ্ছে বিজেপি। তবে কিছু কিছু সংবাদ মাধ্যমের মাথারা দোষী রয়েছে, সবাই না। এই প্রসঙ্গে নির্দিষ্ট সংবাদমাধ্যমের সমীক্ষা প্রসঙ্গেও আক্রমণ করেন তিনি। বলেন অমিত শাহ ভয় দেখাচ্ছেন বলে সমীক্ষার রিপোর্ট পাল্টে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস জিতছে এটা বলা যাবে, ভয় দেখিয়ে রিপোর্ট বদলে দিয়ে বিজেপির পক্ষে কথা বলা হচ্ছে। 

এদিন জনসভা থেকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করেন, সমীক্ষার রিপোর্ট যা বলুক, তার থেকে কমপক্ষে চার গুণ বেশি ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস দল। শুধুমাত্র বিজেপির ভয় তারা এমন রিপোর্ট সাধারণ মানুষকে দেখিয়ে বিভ্রান্ত করছে। এদিকে তাদের দাঙ্গা নিয়ে কথা বলার সাহস নেই, বিজেপির বিরুদ্ধে খবর করার সাহস নেই। এই প্রসঙ্গে মমতা আরো বলেন, শুধুমাত্র মিথ্যে কথা বলে বিজেপি, এক্ষেত্রে পুরুলিয়ার মানুষকে ঘুরে দাঁড়াতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *