নিজস্ব সংবাদাদাতা, খেজুরি: শুভেন্দুর সভার আগে বড় অশান্তি৷ তৃণমূল-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল খেজুরি৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করার কথা রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু, ঠিক তার আগেই বিজেপির মিছিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খেজুরি৷ বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ খেজুরির বড়তলা এলাকায়। শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার আগে বিজেপির মিছিলে তৃণমূল হামলা করে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, খেজুরি থেকে মিছিল করে বিজেপি কর্মীরা হেঁড়িয়ায় দিকে যাচ্ছিলেন। সেসময় আচমকা হামলা করে তৃণমূল, অভিযোগ এমনটাই৷ দেখা যায় ধানের খেতে মধ্যে লাঠি হাতে একে অপরকে মারার জন্য ছুটছে বিজেপি ও তৃণমূল সমর্থকেরা৷
ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিজেপির দাবি এই হামলার জেরে জখম হয়েছে তাদের বেশ কয়েকজন কর্মী । যদিও এই হামলার সঙ্গে তাদের কর্মীরা কোনওভাবে জড়িত নয় বলে দাবি করেছে তৃণমূল। গোটা এলাকায় উত্তেজনা৷ এখনও নির্বাচনের দিন ঘোষণা হয়নি তবে তার আগে থেকেই উত্তপ্ত হচ্ছে বাংলা৷