জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কত মামলা? পূর্ণাঙ্গ তালিকা তলব হাইকোর্টের

জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কত মামলা? পূর্ণাঙ্গ তালিকা তলব হাইকোর্টের

কলকাতা: রাজ্যের বিভিন্ন আদালতে বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে কত মামলা জমে রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা তলব করল হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করা এই মামলায় হাইকোর্ট আগেও মামলাগুলি দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিল৷ আজ প্রধান বিচারপতির এজলাস ওঠে মামলা৷ রাজ্যে যত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা চলছে, তার বিস্তারিত রিপোর্ট তৈরি করার নির্দেশ রেজিস্টার জেনারেলকে দিয়েছে হাইকোর্ট৷ আগামী ৫ ফেব্রুয়ারি এই রিপোর্টের শুনানি করবে হাইকোর্ট৷ 

নারদা মামলায় বিধানসাভার স্পিকারের কাছে অনুমতির আর্জি দ্রুত পাঠাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির৷ জনস্বার্থ মামলায় আর্জি জানানো হয়েছে, সিবিআই নারদা মামলায় তদন্ত করতে স্পিকারের কোনও অনুমতির প্রয়োজন নেই৷ সিবিআই জানিয়েছে, তারা লোকসভার স্পিকারের কাছে অনুমতি চেয়েছে৷ যদিও রাজ্য জানায়, গতকাল পর্যন্ত কোনও অনুমতি চাওয়া হয়নি বিধানসভার স্পিকারের কাছে৷ প্রধান বিচারপতি সিবিআইকে নির্দেশ দেন, দ্রুত অনুমতির আবেদন করতে৷

এদিন শুভেন্দু অধিকারী মামলায় উল্লেখ করেন, বিচারপতি জয়মাল্য বাগচির আলাদা করে নির্দেশের পরেও তার নামে কেন এফআইআর করা হচ্ছে? আগামী শুক্রবার ২৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি৷ মামলায় শুভেন্দুর আইনজীবী বলেন, বিচারপতি জয়মাল্য বাগচির নির্দেশ আছে, তাঁর বিরুদ্ধে  কোন পদক্ষেপ নেওয়া যাবে না। সেক্ষত্রে এই মামলায় অংশ নিতে চান তিনি। যদিও সেই অনুমতি দেয়নি কোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =