পুরুলিয়া: সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। ৬ বছর আগে সোশ্যাল মিডিয়ায় শিবলিঙ্গ এবং কন্ডোম নিয়ে একটি বিতর্কিত ছবি পোস্ট করার ভিত্তিতে এখন তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। মূলত ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সায়নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এবার এই নিয়ে পুরুলিয়া জনসভা থেকে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরোক্ষে তথাগত রায়কে চরম আক্রমণ করলেন তিনি। বললেন, বয়স হয়ে গেছে তবুও ভিমরতি যায় না।
এদিন মমতা বলেন, সায়নী বলে একটা মেয়েকে ধমকাচ্ছে বিজেপি। ক্ষমতা থাকলে তার গায়ে হাত দিয়ে দেখাতে হবে, ক্ষমতা থাকলে টলিউডের কারোর গায়ে হাত দিয়ে দেখাতে হবে। সংস্কৃতিপ্রেমী মানুষের গায়ে হাত দিলে বা বাংলার মানুষকে ধমকালে বিজেপির মুখে নিকোপ্লাস্ট লাগিয়ে দেবে সাধারণ মানুষ বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। এই প্রসঙ্গেই নাম না করে তথাগত রায়কে আক্রমণ করে মমতা বলেন, বয়স হয়ে গেছে তাও ভীম্রতি যায় না। নাতনির বয়সী একটা মেয়েকে প্রতিদিন থ্রেট করা হচ্ছে। তার কি স্বাধীনভাবে কথা বলার কোন অধিকার নেই, নিশ্চয়ই আছে। মন্তব্য মমতার। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোর গলায় বলেন, বিজেপির এত বড় ক্ষমতা আসে কোথা থেকে, তোমরা উত্তর প্রদেশ, বিহারে গিয়ে ধমকাতে পারো। কিন্তু বাংলায় ধমকানোর আশা যেন কেউ না রাখে। বাংলার মানুষ এর জবাব দিয়ে দেবে বলে দাবি তাঁর।
এদিন মমতা বলেন, বিজেপি শুধুমাত্র ভুয়ো ভিডিও ছড়ায়, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এগুলোতে যাতে সাধারণ মানুষ পাত্তা না দেয় তার আর্জি জানান মমতা। একই সঙ্গে দাবি করেন, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে পুরুলিয়া আর পুরুলিয়া থাকবে না, রূপসী বাংলা হওয়া থেকে রাজ্য বঞ্চিত হবে। রূপসী বাংলা আর পাবে না মানুষ। একই সঙ্গে ফের মাওবাদী চলে আসবে এলাকায়। মাওবাদীদের থেকেও বিজেপি আরো ভয়ঙ্কর বলে দাবি করেন মমতা। একইসঙ্গে বলেন, বিজেপি যেখানে ঢোকে, বাঁশ হয়ে ঢুকে ফালি হয়ে বের হয়। বিষাক্ত সাপের থেকেও ভয়ঙ্কর বিজেপি।