পুরুলিয়া: সায়নী ঘোষ-তথাগত রায়ের ট্যুইট যুদ্ধ নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার হুটমুরা স্কুলের মাঠে তৃণমূল সমাবেশে সায়নী ঘোষের পক্ষ নিয়ে তথাগত ঘোষ তথা বিজেপিকে দুষলেন মমতা৷
পুরুলিয়ার সমাবেশ থেকে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সিনেমা করে সায়নী ঘোষ। একটা বাচ্চা মেয়ে, ওকে ধমকাচ্ছে বিজেপি। আমি ক’দিন ধরেই শুনছি এই ব্যাপারটার কথা। আজকেও আসার আগে শুনলাম নাকি সায়নীর নামে এফআইআর করেছে ওরা। ভোটের আগে বাংলাকে এইভাবেই ধমকানো শুরু হয় বিজেপির।’’ কেন্দ্রীয় শাসক দলকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাক, হাত ভেঙে দেব। ক্ষমতা থাকলে আমার টলিউডের গায়ে হাত দিয়ে দেখাক। বাংলা এই ধমকানি সহ্য করবে না। বাংলাকে ধমকালে মুখে প্লাস্টার করে দেবে বাংলার মানুষ।’’
বর্ষীয়ান রাজনীতিবিদ তথাগত রায়কে উদ্দেশ্য করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটা হাঁটুর বয়সী মেয়ে সায়নী। ওর নাতনির বয়সী। সেই সায়নীকেই ধমকাচ্ছে এইভাবে। লজ্জা করে না? বিজেপির ধমক চলবে না বাংলায়।’’ গত বেশ কয়েকদিন ট্যুইটারে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন অভিনেত্রী সায়নী ঘোষ এবং বিজেপি নেতা তথা ত্রিপুরা ও মণিপুরের প্রাক্তন রাজ্যপাল তথাগত ঘোষ। সোমবার এই নিয়ে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত করা’ এবং ‘সোশ্যাল মিডিয়ায় অশালীন ছবি’ পোস্ট করার অভিযোগ নিয়ে সায়নী ঘোষের নামে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর দায়ের করেন তথাগত রায়৷ অন্যদিকে, ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত করা’র অভিযোগে অভিনেত্রী দেবলীনা, গায়ক অনিন্দ্যর বিরুদ্ধে বাগুইআটি থানায় মামলা দায়ের করেছেন বিজেপির এক যুব মোর্চা নেতা৷