গতকাল মিছিলে ‘হামলা’, নালিশ জানাতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

গতকাল মিছিলে ‘হামলা’, নালিশ জানাতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

কলকাতা: গতকাল শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির শোভাযাত্রা ছিল দক্ষিণ কলকাতায়। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে শুরু করে রাসবিহারী এভিনিউ পর্যন্ত হয়েছে এই মিছিল। তবে এই মিছিলে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ তুলেছে বিজেপি, তাদের নিশানা তৃণমূল কংগ্রেস। ঢিল ছোড়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এবার এই হামলার ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ বঙ্গ বিজেপি ব্রিগেট। জানা গিয়েছে, রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে এই বিষয় নিয়ে নালিশ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। অন্যদিকে একই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তারা।

জানা গিয়েছে, গতকালের বিজেপির মিছিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে বাংলার আইন এবং শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ফের একবার অভিযোগ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়। পাশাপাশি ফের একবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার বিষয়ে জোরদার সওয়াল করেছেন তিনি। পাশাপাশি এই হামলার ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে আগামীকাল অর্থাৎ বুধবার নির্বাচন কমিশনে যাচ্ছেন বিজেপি নেতা। সেখানেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করবেন তিনি। উল্লেখ্য, গতকাল পিএসসি ভবনের কাছে পৌঁছতেই রাস্তার এক প্রান্ত থেকে পরপর ঢিল ছোড়া হয় মিছিল উদ্দেশ্য করে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। হামলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেখানে দেখা যাচ্ছে কয়েকজন নির্দিষ্ট দলের দলীয় পতাকা নিয়ে মিছিলের দিকে ইট ছুড়ছে।

এই প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, বিজেপির লোক এসে এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছিঁড়েছে, মসজিদ ভেঙেছে, মসজিদের এসি পর্যন্ত ভেঙে দিয়েছে। সেই কারণে আজ এলাকার মহিলারাও রাস্তায় নেমেছে তাদের বিরুদ্ধে। অরূপের কথায়, তৃণমূল কখনোই তাণ্ডবের রাজনীতি করে না, ধ্বংসের রাজনীতি করে না। এটা বিজেপি করেছে। তাদের মিছিলে লোক হয় না, কখন মিছিল হচ্ছে কেউ জানে না। তাই নিজেদের মিছিলকে হাইলাইট করতে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =