কলকাতা: রাজ্যে নির্বাচনী আবহে এখন চারিদিক রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। বিরোধীদের ক্রমাগত আক্রমণে বিপর্যস্ত শাসক শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দলবদলের কালো মেঘ। কিন্তু ভোটের আগে দলের হাল ধরতে মাঠে নেমেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তাপের আবহে একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে চলেছেন তিনি। সেই ধারা বজায় রেখেই এবার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্যেও এক নতুন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকায় আরও এক নতুন ছুটির দিন যোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পণ্ডিত রঘুনাথ মুর্মূর জন্মদিন উপলক্ষ্যে ৫ মে তারিখে সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দলীয় মঞ্চ থেকেই এই প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১৯০৫ সালের ৫ মে পণ্ডিত রঘুনাথ মুর্মূ জন্মগ্রহণ করেছিলেন ওডিশার ময়ূরভঞ্জ জেলায়। তিনি সাঁওতাল ভাষার এক কালজয়ী লেখক হিসেবে সাহিত্যিক মহলে সুপরিচিত। সাঁওতালিভাষাকে লিপিবদ্ধ করার জন্য অলচিকি লিপির প্রণয়ন করেছিলেন রঘুনাথ মুর্মূ। ওডিশা তথা পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ, রাঢ় বঙ্গ এবং সর্বোপরি জঙ্গলমহল এলাকায় তাঁর কীর্তির জন্য রঘুনাথ মুর্মূ বিশেষ জনপ্রিয়।
রঘুনাথ মুর্মূকে সম্মান জানাতে তাঁর জন্মদিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রাক-নির্বাচনী আবহে এই সিদ্ধান্তের যথেষ্ট তাৎপর্য রয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বস্তুত, রাজ্যে বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্য আদিবাসী ভোট ব্যাঙ্ককে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভোটের আগে বারবার রাজ্য সফরে এসে মধ্যাহ্নভোজন করেছেন কোনো না কোনো আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে। এই পরিস্থিতিতে সাঁওতাল সাহিত্যিকের জন্মদিনকে স্বীকৃতি দিয়ে বিজেপির সেই রণকৌশলকে ভেস্তে দিতে চাইছে তৃণমূল, এমনটাই মত বিশেষজ্ঞদের। উল্লেখ্য, এর আগে বিরসা মুন্ডা, পঞ্চানন বর্মা, হরিচাঁদ গুরুচাঁদের জন্মদিনেও ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।