নিজস্ব সংবাদাদাতা: মঙ্গলবার বাঁকুড়ার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে প্ল্যাকার্ড হাতে বসে থাকতে দেখা গেল কোভিড স্বেচ্ছাসেবীদের৷ লকডাউনের সময় করোনার অতি সংকটজনক পরিস্থিতিতেও হাসপাতালে সাফাই কর্মী হিসেবে কাজ করার পরও তাদের কাজ চলে গিয়েছে৷ কার্যত ছাটাই করে দেওয়া হয়েছে তাদের৷ তাই চাকরিতে পুনর্বহালের দাবিতে সোমবার বাঁকুড়ার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে অনশনে বসেন তারা৷
তারা জানিয়েছেন কাজ চলে যাওয়ার ফলে চরম সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন তারা৷ অতিকষ্টে দিন কাটছে তাদের৷ অনশনরত এক স্বেচ্ছাসেবক আব্দুল লতিফ জানান যে, তাঁরা লকডাউনের সময়ে অর্থাত করোনাকালে মোট ছয় মাস স্বাস্থ্য দপ্তরে ও সাফাই বিভাগে কাজ করেছেন তারা কিন্তু পরবর্তীতে ১৫ জনকে বাদ দিয়ে সকলকেই ছাঁটাই করে দেওয়া হয়েছে৷
তিনি আরও জানান যে, এই ভাবে তাঁদের সামনে অস্তিত্বের সংকট তৈরি হয়ে গেছে । তিনি জানান যে যদি তাঁদিগে পুর্নবহাল না করা হয় তাহলে তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন । সরকারের সংকট কালে যখন তাঁরা সরকারের পাশে থেকেছেন তখন সরকারকেও তাদের সংকটের সময় তাঁদের পাশে থাকতেই হবে । অনশনকারীদের হুঁশিয়ারি তাদের দাবি না মানা হলে আমরণ অনশনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা৷ এখন দেখার সরকার কবে এদের ডাকে সাড়া দেয়৷