১ কোটিরও বেশি উপকৃত! ভোটের আগে ‘হিট’ দুয়ারে সরকার, দাবি রাজ্যের

১ কোটিরও বেশি উপকৃত! ভোটের আগে ‘হিট’ দুয়ারে সরকার, দাবি রাজ্যের

কলকাতা: বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই ‘দুয়ারে সরকার’ বলে প্রকল্প সামনে এনেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি সহ অন্যান্য বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছিল যে, ভোটের আগে সাধারণ মানুষের চোখে ভালো হতেই এই প্রকল্প নেওয়া হয়েছে। অনেকে দাবি করেছিল, এই প্রকল্প আনা হয়েছে তারমানে এতদিন রাজ্য সরকার সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছতে ব্যর্থ হয়েছে। কিন্তু এই প্রকল্পের যে পরিসংখ্যান রাজ্য সরকার তুলে ধরেছে তা বলছে অন্য কথা। নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্যের এক কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছেন এই প্রকল্পের জন্য। রাজ্যের দাবি, ‘দুয়ারে সরকার’, প্রকল্প একেবারে হিট।

সূত্রের খবর,মঙ্গলবার পর্যন্ত রাজ্য সরকারের এই প্রকল্পের পরিষেবা পেয়েছেন ১ কোটি ২০ লক্ষ ৬৮ হাজার মানুষ। এখনো পর্যন্ত গোটা রাজ্যে এই প্রকল্পের ক্যাম্প সংখ্যা প্রায় ২২ হাজারের কাছাকাছি। সরকারের তরফে জানানো হয়েছে, বিগত কয়েক দিনে এই ক্যাম্প গুলিতে এসেছেন প্রায় ২ কোটি মানুষ। সবচেয়ে বেশি সাড়া ফেলেছে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প। এছাড়াও কন্যাশ্রী, রুপশ্রী এবং কৃষক বন্ধু প্রকল্পের চাহিদা তুঙ্গে বলে দাবি করেছে সরকার। নবান্ন জানাচ্ছে, এখনো পর্যন্ত স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এসেছেন প্রায় ৭৬ লক্ষ মানুষ। অন্যদিকে খাদ্য সাথী কার্ড পেয়েছেন প্রায় ১২ লক্ষ। এর মধ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে ও পরিষেবা পেয়েছেন প্রায় ১১ লক্ষ রাজ্যবাসী। সবমিলিয়ে রাজ্য সরকার যে যে প্রকল্প এবং কর্মসূচি গ্রহণ করেছে তা রাজ্যের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে বলে দাবি করা হয়েছে সরকারের তরফে। 

নির্বাচনের ঠিক কয়েক মাস আগেই এই প্রকল্পের সূচনা ব্যাপক সাড়া ফেলেছিল রাজনৈতিক মহলে। একের পর এক আক্রমণ এবং কটাক্ষ শুনতে হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এই প্রকল্প ভাঁওতাবাজি, নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা, এই সমস্ত মন্তব্য করে তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন বিরোধীরা। যদিও বেশ কিছুদিন এই প্রকল্প চালু হবার পরেই পরোক্ষভাবে এই ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সাফল্য কার্যত স্বীকার করে নিয়েছে বিরোধী দলগুলো, এমনটাই দাবি রাজ্যের। প্রসঙ্গত, মোট চারটি ধাপে এই প্রকল্প রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে চেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রকল্প চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 5 =