‘বিশ্বভারতীর জমি পুনরুদ্ধারই একমাত্র লক্ষ্য’, অমর্ত্য সেনের আইনি চিঠির জবাব দিলেন উপাচার্য

‘বিশ্বভারতীর জমি পুনরুদ্ধারই একমাত্র লক্ষ্য’, অমর্ত্য সেনের আইনি চিঠির জবাব দিলেন উপাচার্য

980358e6591c8497bb5e929c3126f2db

বীরভূম: প্রতীচী নিয়ে ফের নয়া বিতর্ক৷ অর্মত্য সেনের আইনি চিঠির এবার জবাব দিলেন বিশ্বভারতীর উপাচার্য৷ সেখানে তিনি জানিয়েছেন, বিশ্বভারতীর জমি পুনরুদ্ধারই একমাত্র লক্ষ্য। একইসঙ্গে নোবেলজয়ী অর্মত্য সেনের সমর্থনও আশা করেছেন তিনি৷ সম্প্রতি অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ অভিযোগ তুলতে শুরু করেছে, ওই বাড়ির খানিকটা অংশ বিশ্ববিদ্যালয়ের জমি। একইসঙ্গে কর্তৃপক্ষের অভিযোগ, নোবেলজয়ী অর্থনীতিবিদের পরিবার বেআইনিভাবে দখল নিয়েছে সেই জমির৷ 

এরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আইনি চিঠি দিয়েছিলেন অমর্ত্য সেন৷ সেখানে তিনি লিখেছিলেন, ১৯৪০ সালে বিশ্বভারতীর কাছ থেকে জমি দীর্ঘমেয়াদি লিজে নিয়েছিলেন তাঁর বাবা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অশোক মাহাতো হুমকি দিয়েছেন, আইনি ব্যবস্থা নেওয়া হবে। ৮০ বছরের পুরনো নথির অপব্যবহারের উদ্দেশ্য স্পষ্টত হয়রানি করা। একইসঙ্গে তিনি আরও লেখেন, ওই জমির জন্য প্রতি বছর খাজনা এবং পঞ্চায়েত করও দেন তিনি।

এরপরই অমর্ত্য সেনের আইনি চিঠির জবাব দিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ সেখানে তিনি জানান, ‘‌বিষয়টি সুষ্ঠু সমাধানের পথ খুঁজতে গিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক সময় ব্যয় করেছি। রাজ্য সরকারকে জমি মেপে দেওয়ার অনুরোধ জানিয়েছি। বিশ্বভারতীর জমি পুনরুদ্ধারই একমাত্র লক্ষ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *