গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে BSF: পার্থ! ভোটার তালিকায় রোহিঙ্গা, মন্তব্য দিলীপের

গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে BSF: পার্থ! ভোটার তালিকায় রোহিঙ্গা, মন্তব্য দিলীপের

a9fd307eed18b3b02e3991b72e5ea461

 

কলকাতা: লক্ষ্য নির্বাচন৷ আজ মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে আসা ফুলে বেঞ্চের সঙ্গে বৈঠক করে একগুচ্ছ অভিযোগ জানিয়ে এসেন তৃণমূল-বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ আজ কমিশনে বৈঠকের পর সাংবাদমাধ্যমের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়৷

জানান, বাংলায় শব্দ সন্ত্রাস চলছে৷ গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে বিএসএফ৷ সীমান্তবর্তী গ্রামগুলোতেবি এসএফের লোকেরা ভয় দেখাচ্ছেন বলেও তোলেন অভিযোগ৷ ইভিএম, ভিভিপ্যাড নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলির যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত মকপোল করে যেতে হবে তুলেছেন দাবি৷

তৃণমূলের পর কমিশনে যান বিজেপি নেতৃত্ব৷ বৈঠক শেষে দিলীপ ঘোষ জানান,রাজ্যে বিধানসভা নির্বাচন কবে হবে জানি না, এই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। যত দ্রুত সম্ভব রাজ্যে পাঠানো হোক কেন্দ্রীয় বাহিনী। ভোটার তালিকায় রোহিঙ্গা এবং বাংলাদেশের লোক রয়েছে। নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইছি, নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে জানালেন জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

অন্যদিকে রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে কমিশমের বৈঠক হয়। প্রায় ঘণ্টা দুয়েক ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *