কেশপুর: ভারতীয় জনতা পার্টির শিবিরে যোগ দেওয়ার পর যে কটা সভা শুভেন্দু অধিকারী করেছেন প্রত্যেকটি থেকে প্রত্যক্ষ ভাবে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকের কেশপুরের জনসভাও তার ব্যতিক্রম নয়। এদিন আবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। বললেন, পচা জিনিস বেরিয়ে গেলেও এত কাঁটা ফুটেছে কেন?
দলবদল পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বলতে শোনা গেছে, যারা গেছে তারা গিয়ে দলের ভালো হয়েছে, চিন্তার কোন কারণ নেই। পচা জিনিস বেরিয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি। এই প্রসঙ্গে এদিন কেশপুরের জনসভা থেকে প্রশ্ন তুলে শুভেন্দু জিজ্ঞেস করেন, যদি পচা জিনিস বেরিয়ে গিয়ে থাকে তাহলে পায়ে এত কাঁটা ফুটছে কেন? এই প্রসঙ্গে তিনি বলেন, যে আশা নিয়ে পরিবর্তন এনেছিলেন সাধারণ মানুষ তা আজ পূরণ হয়নি। এর পাশাপাশি ফের একবার বামেদের প্রশংসা করতে দেখা গেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বললেন, বাইপাসের ধারে যেসব হোটেল হয়েছে সেগুলো কখনোই শিল্প নয়, সেগুলোর জমিও বামেরাই দিয়েছিল। এখন তোলাবাজরা সব বেচে খাচ্ছে। এই ভিত্তিতে বামপন্থী এবং কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যাদের মিছিলেই চান না কেন আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দিন।
গতকালের চন্দননগরের জনসভার মতো এদিনও তৃণমূল কংগ্রেস দলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি আরো বলেন, যে সমস্ত সিপিএম কর্মী রয়েছেন তারা নিজেদের দল করুন কোন অসুবিধা নেই, কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিতে হবে যাতে সকলে ন্যায় পেতে পারে। কারণ এই তৃণমূল কংগ্রেস সরকার পঞ্চায়েত নির্বাচন হতে দেয়নি। মানুষকে ন্যায় দিতে বিজেপি করতে হবে। সেই কারণেই তিনি আহ্বান জানিয়েছেন, বিধানসভা ভোটের পর কংগ্রেস-সিপিএম করুন ঠিক আছে, তবে এখন ভোট দিতে হবে বিজেপিকে।