ভোটের পর কংগ্রেস-সিপিএম হবে, এখন বিজেপি করুন! ‘অনুরোধ’ জানালেন শুভেন্দু

ভোটের পর কংগ্রেস-সিপিএম হবে, এখন বিজেপি করুন! ‘অনুরোধ’ জানালেন শুভেন্দু

কেশপুর: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর বামেদের প্রশংসা করতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। এর আগের কয়েকটি জনসভায় তৃণমূল কংগ্রেসকে খোঁচা মারতে গিয়ে বাম সরকারের প্রশংসা করেছিলেন তিনি। এদিন কেশপুরের জনসভা থেকেও একদিকে যেমন বামেদের প্রশংসা করলেন শুভেন্দু, অন্যদিকে তাদের সমর্থকদের কার্যত অনুরোধ জানালেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য! স্পষ্ট মন্তব্য করলেন, বিধানসভা ভোটের পর কংগ্রেস বা সিপিএম হবে, এখন বিজেপি করতে হবে।

এদিন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়,  বাংলায় শিল্প নেই। বাইপাসের ধারে যে সমস্ত হোটেল হয়েছে সেগুলো কখনোই শিল্প নয়। সেইসব জমি বাম সরকারের দেওয়া। একই সঙ্গে তিনি বলেন, নিউটাউনের সব জমিও বামেরা বিলি করেছে আর এখন কিছু তোলাবাজরা সব বিক্রি করে খাচ্ছে। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া নিয়ে তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু বলেন, বিজেপিকে ক্ষমতায় আনলে পঞ্চায়েত ভোট হবে, সকলে ন্যায় পাবেন। এই প্রেক্ষিতে তিনি সিপিএম এবং কংগ্রেস সমর্থকদের উদ্দেশে বলেন, বিধানসভায় বিজেপিকে ভোট দিন। তাহলে ন্যায় পাবেন। ভোটের পরে না হয় কংগ্রেস বা সিপিএম হবে, কিন্তু এখন বিজেপি করতে হবে বলে দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, বিজেপি একমাত্র পারবে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে সরাতে। 

গতকালের চন্দননগরের জনসভার মতো এদিনও তৃণমূল কংগ্রেস দলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।তাঁর কথায়, যে আশা নিয়ে পরিবর্তন এনেছিলেন সাধারণ মানুষ তা আজ পূরণ হয়নি। দলবদল পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বলতে শোনা গেছে, যারা গেছে তারা গিয়ে দলের ভালো হয়েছে, চিন্তার কোন কারণ নেই। পচা জিনিস বেরিয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি। এই প্রসঙ্গে এদিন কেশপুরের জনসভা থেকে প্রশ্ন তুলে শুভেন্দু জিজ্ঞেস করেন, যদি পচা জিনিস বেরিয়ে গিয়ে থাকে তাহলে পায়ে এত কাঁটা ফুটছে কেন? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *