চাই কর্মসংস্থান, দাবি উঠতেই বাম ছাত্র-যুবদের রুখল পুলিশ

চাই কর্মসংস্থান, দাবি উঠতেই বাম ছাত্র-যুবদের রুখল পুলিশ

জলপাইগুড়ি: রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত বিভিন্ন ইস্যুতে সরগরম হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। আর এবার বেকারত্ব ইস্যুতে সরগরম হয়ে উঠল জেলা জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলা বামপন্থী যুব সংগঠনের শতাধিক কর্মী বৃহস্পতিবার জেলাশাসক দফতরে অভিযান চালায়। আর এই নিয়ে রাজ্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের৷

বাংলার চাকরিপ্রর্থীদের কর্মসংস্থানের দাবিতে পথে নামে বামপন্থী যুব সংগঠনের কর্মীরা। জলপাইগুড়ি শহরে তারা বড় পদযাত্রা করেন৷ তাদের এই বিক্ষোভ কর্মসূচির গন্তব্য ছিল জলপাইগুড়ি জেলাশাসক দফতর। সেখানে পৌঁছে জেলাশাসকের দফতর সংলগ্ন এলাকায় পুলিশের তিনটি ব্যারিকেড ভেঙে অভিযান চালায় বামপন্থী যুব সংগঠন কর্মীরা। আর এই অভিযানে বাধা দেয় পুলিশের বিশাল বাহিনী। আর তাতেই বিপত্তি বাঁধে৷ ধস্তাধস্তিতে লিপ্ত হয় পুলিশ ও যুবকর্মীরা।

এদিনের এই বিক্ষোভ পদযাত্রায় যুবকদের দাবি ছিল, রাজ্যের সব বেকারদের কর্মসংস্থান প্রদান করা৷ রাজ্যের বেহাল কর্মসংস্থানের দশাকে সামনে রেখে বিভিন্ন শ্লোগানে চলে এই পদযাত্রা। বৃহস্পতিবার এই মিছিলের নেতৃত্ব দেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জী। তিনি এদিন রাজ্যের বেহাল দশার কথা বলে সাংবাদিকদের বলেন, “রাজ্যে কর্মসংস্থানের সুযোগ একবারে তলানিতে ঠেকেছে। রাজ্যে শিল্প নেই এবং সরকারি চাকরিতে সরকারের গড়িমসি ও দুর্নীতি প্রকাশ্যে। এর প্রতিবাদেই এই মিছিল।’’ ইতিমধ্যে রাজ্য সরকারকে কর্মসংস্থান ইস্যুতে বিরোধীরা একাধিকবার বিঁধেছে৷ এই বাণেই আগামী নির্বাচনে সরকারকে ধরাশায়ী করে পরিবর্তনের আশা দেখছে বিরোধী শিবির। তবে সবকিছুর মাঝে ভোগান্তির শিকার হচ্ছেন রাজ্যের যুবকেরা। আর তার জেরে বিক্ষোভ, আন্দোলন হলেও আশার আলো দেখাতে ব্যর্থ সরকার, মত পর্যবেক্ষম মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − sixteen =