কলকাতা: দীর্ঘ সময়ের জল্পনার অবসান ঘটিয়ে আজ অবশেষে বন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর পর তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় মুখ রাজীব। তাঁর পদত্যাগের পর দলের ওপর ব্যাপক প্রভাব পড়বে বলে ইতিমধ্যেই অনুমান করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও একেবারেই উল্টো সুরে কথা বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানালেন, এমনিতেও কোন কাজ করছিলেন না রাজীব, পদত্যাগ করে ভালোই করেছেন না হলে দলকে পদত্যাগ করাতে হত।
রাজীব বন্দ্যোপাধ্যায় পদত্যাগের পর ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। অধিকাংশের অনুমান তিনি হয়তো এবার বিজেপিতে যোগদান করবেন। যদিও সে ব্যাপারে এখনও স্পষ্ট ইঙ্গিত দেননি রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী। এদিকে তাঁর পদত্যাগ প্রসঙ্গে সৌগত রায় বলেছেন, এই ঘটনাটা আশা করা গিয়েছিল। বেশ কয়েকটা মন্ত্রিসভার বৈঠকে যাননি রাজীব, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগও উঠেছিল। এমনিতেও দীর্ঘদিন কোনো কাজ করছিলেন না তিনি। নিজে পদত্যাগ করে ভালোই করেছেন, না হলে দলকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হত। এই প্রেক্ষিতে সৌগতর কটাক্ষ, রাজীব বন্দ্যোপাধ্যায়ের উচ্চাশার সঙ্গে তাল মেলাতে পারেনি দল। উল্লেখ্য, নিজের পদত্যাগপত্র পাঠিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দুঃখপ্রকাশ করে নিয়েছেন রাজীব৷ জানিয়েছেন, তাঁকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের মানুষকে পরিষেবা দিতে এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি চিঠিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷
এর আগেও ঠিক একই ভাবে আচমকা মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন শুভেন্দু অধিকারী ও লক্ষ্মীরতন শুক্লা৷ এবার শুভেন্দুর-লক্ষ্মীর দেখানো পথেই আচমকা পদত্যাগ করলেন রাজীব৷ এর আগে ফেসবুক লাইভে নিজের মনের কথা সকলের সামনে খুলে বলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক পেজ থেকে লাইভ করে ডোমজুড়ের তৃণমূল বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কাজ করতে গিয়ে বাধা আসছে তাঁর চলার পথে৷ এই নিয়ে নিজের ক্ষোভ জাহির করেন পদত্যাগী বনমন্ত্রী৷