করোনায় ধূমপায়ীদের মৃত্যুর ঝুঁকি অত্যন্ত বেশি, সতর্ক করল WHO

করোনায় ধূমপায়ীদের মৃত্যুর ঝুঁকি অত্যন্ত বেশি, সতর্ক করল WHO

676a638aa73dfac7546ff6e05bfc495e

নিউ ইয়র্ক: আপনি কি ধুমপান করেন?  তাহলে অবিলম্বে গুডবাই জানান সিগারেটকে৷ কারণ ধূমপায়ীদের জন্য আরও বেশি বিপজ্জনক হতে পারে করোনা৷ আরও বেশি মারক হয়ে উঠতে পারে এই ভাইরাস৷ এই বিষয়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ধূমপায়ীদের মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেকটাই বেশি৷ এক্ষেত্রে কতটা ঝুঁকি রয়েছে সে বিষয়ে সুস্পষ্ট উল্লেখ করা না হলেও, সমীক্ষায় দেখা গিয়েছে, ধূমপায়ীদের গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে৷ ধূমপান এবং করোনাভাইরাসের মধ্যে সংযোগ সম্পর্কে প্রকাশিত ৩৪টি গবেষণা পর্যালোচনা করার পরই একথা জানিয়েছে ‘হু’৷ 

জানা গিয়েছে, ধূমপায়ীদের সংক্রমণের সম্ভাবনা, হাসাপাতালে ভর্তি হওয়া, রোগের তীব্রতা এবং মৃত্যুর বিষয়টি পর্যালোচনা করেছে ‘হু’৷ দেখা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ১৮ শতাংশ রোগীই হল ধূমপায়ী৷ ‘হু’ আরও জানিয়েছে, রোগীদের ধূমপান করা বা না-করা এবং গুরুতর অসুস্থ হওয়ার মধ্যে একটি সম্পর্ক রয়েছে৷ তবে গত এপ্রিল মাসে ফরাসি গবেষকদের একটি সমীক্ষায় ধূমপায়ীদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম বলে দাবি করা হয়েছিল৷ তাঁরা রোগী এবং স্বাস্থ্যকর্মীদের নিকোটিন প্যাচগুলি পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন৷ তবে গবেষণার এই ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই৷ ‘হু’ কিন্তু এই গবেষণার সম্পূর্ণ বিপরীত কথাই বলল৷ সেই সঙ্গে ধূমপায়ীদের ধূমপান ছাড়ার আর্জিও জানানো হয়েছে৷ 

সারা বিশ্বজুড়ে দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ৷ এই মহামারির সঙ্গে লড়াই করে চলেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ৷ এই সময় দাঁড়িয়ে ‘হু’ প্রধানের সতর্কতা, এই ভাইরাস দমনে যে সকল দেশ খণ্ডিত পদ্ধতি অবলম্বন করেছে তাঁদের লড়াইয়ের পথ আরও দীর্ঘ ও কঠিন হয়েছে৷ যে সকল দেশ করোনা বিরোধী লড়াইয়ে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করেনি, সেই দেশগুলিকে নিয়ে উদ্বেগও প্রকাশ করেন রাষ্ট্র সঙ্ঘের স্বাস্থ্য সংস্থা হু-র প্রধান৷ প্রসঙ্গত, সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১০.৬ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে৷ মৃত্যু হয়েছে ৫,১৬,২০০ জনের৷ এই সংক্রমণের মধ্যেই লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ দেশ৷ এই পথে হাঁটছে ভারতও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *