১৭ দিনে আড়াই লক্ষ! মমতার ‘চোখের আলো’ও হিট, তথ্য দিচ্ছে স্বাস্থ্য দফতর

১৭ দিনে আড়াই লক্ষ! মমতার ‘চোখের আলো’ও হিট, তথ্য দিচ্ছে স্বাস্থ্য দফতর

কলকাতা: দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের আরো কাছে পৌঁছে গিয়েছে রাজ্য সরকার, এমন দাবী শুরু থেকেই করছে তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে স্বাস্থ্য সাথী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের আলো প্রকল্পের সাফল্য তুলে ধরল স্বাস্থ্য দফতর। দাবি করা হয়েছে, ১৭ দিনে আড়াই লাখের বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। 

স্বাস্থ্য দফতর তথ্য দিচ্ছে, গত ১৭ দিদি পশ্চিমবঙ্গের মোট ২ লক্ষ ৫০ হাজারেরও মানুষ রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা পেয়েছেন। জানানো হয়েছে, মূলত গ্রাম পঞ্চায়েত এবং পুর এলাকার মানুষরাই এই প্রকল্পের সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন বলে দাবি করা হয়েছে। এই পরিসংখ্যানে রীতিমতো উচ্ছ্বসিত রাজ্য স্বাস্থ্য দফতর। তারা আরও জানাচ্ছে, এই প্রকল্পের সুবিধা পেয়েছেন সবচেয়ে বেশি মুর্শিদাবাদের মানুষ, তার পরেই রয়েছে হুগলি এবং নদীয়া। মুর্শিদাবাদের প্রায় ২৫ হাজার মানুষ এই প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা পেয়েছেন। হুগলিতে পেয়েছেন ১৬ হাজার মানুষ। 

এর আগে জানান হয়েছিল, রাজ্যের এক কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছেন দুয়ারে সরকার প্রকল্পে। এখনও পর্যন্ত রাজ্য সরকারের এই প্রকল্পের পরিষেবা পেয়েছেন ১ কোটি ২০ লক্ষ ৬৮ হাজার মানুষ। এখনো পর্যন্ত গোটা রাজ্যে এই প্রকল্পের ক্যাম্প সংখ্যা প্রায় ২২ হাজারের কাছাকাছি। সরকারের তরফে জানানো হয়েছে, বিগত কয়েক দিনে এই ক্যাম্প গুলিতে এসেছেন প্রায় ২ কোটি মানুষ। সবচেয়ে বেশি সাড়া ফেলেছে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প। এছাড়াও কন্যাশ্রী, রুপশ্রী এবং কৃষক বন্ধু প্রকল্পের চাহিদা তুঙ্গে বলে দাবি করেছে সরকার। নবান্ন জানাচ্ছে, এখনো পর্যন্ত স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এসেছেন প্রায় ৭৬ লক্ষ মানুষ। অন্যদিকে খাদ্য সাথী কার্ড পেয়েছেন প্রায় ১২ লক্ষ। এর মধ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে ও পরিষেবা পেয়েছেন প্রায় ১১ লক্ষ রাজ্যবাসী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =