চারটি রাজধানী হোক দেশের, থাকবে কলকাতাও! নেতাজি জয়ন্তীতে দাবি মমতার

চারটি রাজধানী হোক দেশের, থাকবে কলকাতাও! নেতাজি জয়ন্তীতে দাবি মমতার

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এ দিন শ্যামবাজার মোড় থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা করে শাসক দল তৃণমূল কংগ্রেস। রেড রোডে এসে জনসভা করে কলকাতাসহ দেশের চারটি শহরকে রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছেন, দক্ষিণ, পূর্ব, উত্তর এবং উত্তর-পূর্বে একটি করে রাজধানী করা হোক, শুধু নয়াদিল্লি কেন রাজধানী হিসেবে থাকবে। এছাড়াও আরো একবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন জনসভায় ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের এক জায়গায় রাজধানী থাকায় নানাবিধ সমস্যা হয়। এক জায়গা থেকে কেন গোটা দেশ পরিচালনা করা হবে। এক্ষেত্রে দেশের চার প্রান্তে চারটি রাজধানী করা হোক, এমন দাবি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তিনি বলেন, দক্ষিণে তামিলনাড়ু বা কেরালায় রাজধানী হতে পারে, পূর্বে কলকাতায় রাজধানী হোক, অন্যদিকে উত্তর-পূর্ব মিলিয়ে এক জায়গায় রাজধানী করা হোক। এই দাবি তুলে দলের বাকি সাংসদদের এই ব্যাপারে দাবি তোলার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে আরও বলেন, এত কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করা হচ্ছে যে তার কোন দরকার ছিল না এখনই, এদিকে হাজার হাজার কোটি টাকা দিয়ে প্লেন কেনা হচ্ছে। কিন্তু কোন জায়গায় নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি তৈরি করা যাচ্ছে না। এক্ষেত্রে বাংলায় আজাদ হিন্দ বাহিনীর নামে মনুমেন্ট এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় তৈরির কথা বলে কেন্দ্রকে একহাত নেন মমতা। এর পাশাপাশি নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতেই হবে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইংরেজদের ডিভাইড এন্ড রুলের বিপক্ষে ছিলেন নেতাজি। তাঁর আজাদ হিন্দ বাহিনীতে সর্ব ধর্মের লোকেরা ছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − five =