কলকাতা: ফের স্কুল বদলি নিয়ে অসন্তোষ শিক্ষকদের মধ্যে। প্রতিবন্ধী শিক্ষকদের বাড়ি থেকে আরও দূরে বদলি করা হচ্ছে বলে অভিযোগ। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের বাড়ির কাছাকাছি বদলি করার বিষয়ে আগেই আশ্বাস দিয়েছিলেন। শিক্ষকদের একাংশের দাবি, বদলির বিষয়টি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রীর অগোচরেই হচ্ছে। নির্বাচনের আগে সরকারকে বিপাকে ফেলতেই একটি নির্দিষ্ট অংশ এইভাবে ইচ্ছাকৃত ভুল করছে।
প্রতিবন্ধী শিক্ষকরা তাদের প্রতিবন্ধকতার কারণ দেখিয়ে বাড়ির কাছাকাছি স্কুল বদলের জন্য আবেদন করেছিলেন। কিন্তু বদলি হল আগের স্কুলের থেকে আরও দূরে। বর্ধমানের এক প্রতিবন্ধী শিক্ষককে আবেদনের পর বদলি করা হয় ৫৫ কিমি দূরে বীরভূমের একটি স্কুলে। যেখানে তার আগের স্কুলটি বাড়ি থেকে ৩৫ কিমি দূরে ছিল।
আবার মেদিনীপুরের এক শিক্ষিকাকে বদলি করা হয়েছে বাড়ি থেকে ৫০ কিমি দূরে একটি স্কুলে। তার আগের স্কুলের দূরত্ব ছিল বাড়ি থেকে ৩৫ কিমি। এসব ক্ষেত্রে শিক্ষকদের সামনে যাতায়াতের সমস্যাই প্রধান। নিত্য যাতায়াত না করে স্কুলের কাছাকাছি থাকাও একার পক্ষে সম্ভব নয়। রাজ্য সরকার শিক্ষকদের এই সমস্যার সমাধান করতে চাইলেও আদপেই তা সম্ভব হচ্ছে না। তাই সরকারের প্রতি অসন্তোষ জমছে শিক্ষক মহলে।
ইতিমধ্যেই এই বিষয়কে ইস্যু করে পথে নেমেছে বিজেপির শিক্ষা সেল ও আরএসএসের শিক্ষক সংগঠন। এই বিষয়ে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবে কার্যকর হচ্ছে না। এই বদলিগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’’