কলকাতা: বাংলার মসনদ দখলের লড়াইয়ের আগে বাংলায় দলবদলের হিড়িক এখন প্রকাশ্যে। তবে এর মধ্যে ঘাসফুলের জমিতে পদ্মফুল ফোটার সংখ্যাটাই বেশি৷ এবার সিঙ্গুরে তৃণমূলের ‘মাস্টারমশাই’ অর্থাৎ রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়িতেও ফুটতে চলেছে পদ্মফুল! বঙ্গ-রাজনীতির কেন্দ্রবিন্দু সিঙ্গুরের বিধায়ক-পুত্র তুষার ভট্টাচার্য নাম লেখাতে চলেছেন বিজেপিতে, এমনটাই আভাষ মিলেছে তাঁর মন্তব্যে৷ ক্ষোভের সুরে তিনি জানিয়েছেন, ‘‘বাবাকে সাইড করা হয়েছিল৷’’
উল্লেখ্য, চন্দননগরের একটি জনসভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কথা উল্লেখ করে বলেন, তাঁর পুত্র তুষার ভট্টাচার্য বিজেপিতে যোগদান সম্মতি প্রদান করেছেন। আর এই জল্পনায় ঘি ঢেলে নিজেই এই কথা জানান তুষার৷ বলেন, ‘‘শুভেন্দুদা আমার পূর্ব-পরিচিত৷ উনি বিজেপিতে যাওয়ার পরেই ওনার সঙ্গে আমার কথা হয়েছে৷ উনি সিঙ্গুরে এলেই আমি বিজেপিতে যোগদান করব৷’’
বৃহস্পতিবার তুষার ভট্টাচার্য নিজেই বলেন, ‘‘নরেন্দ্র মোদীর কাজে আমি অনুপ্রাণিত। বাবার প্রতি অসম্মানের পাশাপাশি আমার বিজেপিতে যাওয়ার এটাও একটা কারণ৷’’ এছাড়াও তিনি আরও দাবি করেন, ২০১১ সালে তৃণমূল বাংলায় ক্ষমতায় আসার পর দলের সঙ্গে দূরত্ব বেড়েছে তার বাবার৷ বিধায়ক-পাত্রী এই দলবদলের ব্যাপারে এখনও সেভাবে মুখ খোলেনি তৃণমূল৷ তবে হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব এই ব্যাপারে বলেন, ‘‘এই সিদ্ধান্ত তার সম্পুর্ণ নিজের৷ তবুও আলোচনায় আসব আমরা৷ আমরা চাইনা কেউ দল ছেড়ে এই মুহূর্তে চলে যাক৷’’ তুষারকে দলে ফিরিয়ে আনার কথা বললেও এদিন যেন দিলীপ যাদবের কথায় সেভাবে মানভঞ্জনের ইঙ্গিত মেলেনি৷
তাহলে কি রবীন্দ্রনাথ ভট্টাচার্যও বিজেপিতে যোগদান করবেন? এই প্রশ্নের উত্তরে অবশ্য ছেলে তুষার উল্লেখ করেন, ‘‘বাবার যথেষ্ট বয়স হয়েছে। তাই বাবা রাজনীতি থেকে সরে আসুন, তেমনটাই চাই আমি৷’’ যদিও রাজনীতি থেকে অবসরের ব্যাপারে এখনও কিছু খোলসা করেননি সিঙ্গুরের ‘মাস্টারমশাই’৷ তবে ঘরে পদ্মফুল ফুটলে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের তৃণমূলে থাকার বিষয়ে সংশয় রয়েই যাচ্ছে মুহূর্তে মুহূর্তে৷