‘আমি বাংলাদেশী, বাপের ক্ষমতা থাকলে তাড়িয়ে দেখাক’, এনআরসি নিয়ে বিজেপিকে চ্যালে়ঞ্জ অধীরের

‘আমি বাংলাদেশী, বাপের ক্ষমতা থাকলে তাড়িয়ে দেখাক’, এনআরসি নিয়ে বিজেপিকে চ্যালে়ঞ্জ অধীরের

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহারের, রাজ্য সরকারের বিরুদ্ধে দুনীর্তি অভিযোগ তুলে রবিবার মুর্শিদাবাদের ডোমকলে মহামিছিল করেন কংগ্রেস৷ মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ এদিনের জনসভা থেকে বিজেপি ও তৃণমূল উভয় দলকেই নিশানা করেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী৷ বলেন, আজকে যে গ্যাসের দাম বাড়ছে তাতে দিদিও ভাগ খাচ্ছে মোদী ভাগ খাচ্ছে৷ তিনি আরও বলেন, বিজেপিকে বাংলায় এনেছিলেন মমতা৷ এখন তিনি নিজেই ভয় পাচ্ছেন৷

নাগরিকত্ব আইন নিয়েও তিনি কেন্দ্রের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন,  আমি আমার বাবা-মা সবাই বাংলাদেশী। তোদের বাপের ক্ষমতা থাকলে আমাকে আগে ভারত থেকে তাড়িয়ে দেখাক। একইসঙ্গে অধীরের কথায় একমাত্র কংগ্রেসেরই ক্ষমতা আছে বিজেপির সঙ্গে লড়ার৷ তাই দিদি যাতে ফের কংগ্রেসে এসেই যোগ দেন এমন কথাই বলেন তিনি৷ 

সভায় তিনি বলেন, রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে প্রত্যেক বেকারকে নূন্যতম অর্থসাহায্য করা হবে, তাঁরা কাজ পাওয়ার আগে পর্যন্ত।পঞ্চায়েত ও পুরভোটে ডোমকলে সাধারণ ভোটারদের অধিকার ক্ষুন্ন করেছেন মুখ্যমন্ত্রী-সহ শাসকদলের পুলিশ। তার তীব্র সমালোচনা করেন। কেন্দ্র সরকারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সামনে  ‘জয় শ্রীরাম’ শ্লোগান দেওয়ার ঘটনার কড়া নিন্দা করলেন অধীর চৌধুরী৷ বলেন, এ ঘটনার প্রশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী তাঁর নিজের পদের অবমাননা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা একজন সম্মানীয় মহিলাকে অপমান করা মোটেই উচিৎ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =