‘টিজ করছে’? ভিক্টোরিয়া কাণ্ডে বিজেপিকে ‘বন্দুক ভর্তি সিন্দুক’ দেখানোর হুঁশিয়ারি মমতার

‘টিজ করছে’? ভিক্টোরিয়া কাণ্ডে বিজেপিকে ‘বন্দুক ভর্তি সিন্দুক’ দেখানোর হুঁশিয়ারি মমতার

পুরশুড়া: ভিক্টোরিয়া মেমোরিয়াল কাণ্ড নিয়ে সারাদেশে রীতিমতো সরগরম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জয় শ্রীরাম ধ্বনি তোলার ঘটনায় দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞ মহল। এদিন জনসভায় দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুষ্ঠানে ওই ঘটনার তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত হুংকার দিলেন বিজেপিকে। বললেন, প্রয়োজন পড়লে বন্দুক ভর্তি সিন্দুক দেখিয়ে দেবেন।

এদিন পুরশুড়ায় জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ওই ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর গোটা দেশের নেতা, সবার নেতা। তবে আগের দিন ওই অনুষ্ঠানে কিছু ধর্মান্ধ প্রধানমন্ত্রীর সামনে তাঁকে তাঁকে টিজ করছিল। মমতা দাবি করেন, তাঁকে এখনও কেউ চেনে না, তাঁকে যদি কেউ বন্দুক দেখায় তাহলে তিনি বন্দুকের সিন্দুক দেখাবেন। পাশাপাশি তিনি আরো জানান, তিনি সত্যিকারের বন্দুকে বিশ্বাস করেন না তিনি রাজনীতিতে বিশ্বাস করেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনার প্রেক্ষিতে তিনি আরো জানান, ওরা যদি নেতাজি নেতাজি করতো তাহলে তিনি স্যালুট জানাতেন। কিন্তু সেটা না করে তারা বাংলাকে অপমান করেছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছে। মমতা মনে করিয়ে দেন, এর আগে বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাসাগরকেও চূড়ান্ত হেনস্তা করেছে। 

এই প্রেক্ষিতে তিনি দাবি করেন, বাংলা হ্যাংলা নয়, বাংলার মানুষ সংস্কৃতি ভালোবাসে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেন, বিজেপি একটা ওয়াশিং মেশিন। চোরেরা বিজেপিতে গিয়ে কালো টাকাকে সাদা করছেন। কালো টাকা সাদা করার জন্যই শুধুমাত্র তারা বিজেপিতে যাচ্ছে বলে দাবি করেন তিনি। এই প্রেক্ষিতেই মমতার কটাক্ষ, যারা যারা লাইন দিয়ে আছেন তারা ওদের পায়ে গিয়ে পড়ুন। যারা যেতে চাইছেন তাড়াতাড়ি যান কারণ ট্রেন ছেড়ে দেবে! এই মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বুঝিয়ে দিতে চাইলেন যে দলবদল পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেস একেবারেই চিন্তিত নয়। পাশাপাশি, এদিন জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করলেন, সিপিএম-কংগ্রেস এনেছে বিজেপিকে! একইসঙ্গে বিজেপি এবং সিপিএমকে তাড়ানোর জন্য নতুন স্লোগান তুলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =