ট্রাম্প-পরিবারে করোনা থাবা, আক্রান্ত জুনিয়র ট্রাম্পের বান্ধবী

ট্রাম্প-পরিবারে করোনা থাবা, আক্রান্ত জুনিয়র ট্রাম্পের বান্ধবী

67a90e5ecdbe57c8d6e921411a87801d

ওয়াশিংটন:  সারা বিশ্বে করোনা থাবা ব্যাপকহারে পড়েছে। বিশ্বে ১ কোটি ১০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।  বিশ্বে সব থেকে বেশি করোনায় আক্রান্ত হয়েছে আমেরিকা৷ এবার মার্কিন প্রেসিডেন্টের ঘরে এসে পড়ল করোনার থাবা। করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বারলি গুইলফয়েল৷ তবে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে৷

জানা গিয়েছে, আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও কিম্বারলি গুইলফয়েলের মাউন্ট রাশমোতে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই করোনার রিপোর্ট পান। করোনার রিপোর্ট পজিটিভ আসার পরেই ফক্স নিউজের প্রাক্তন এই অ্যাঙ্কার আইসোলেশনে চলে গিয়েছেন৷ ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া না গেলেও তিনি আইসোলেশনে গিয়েছেন বলে জানা গিয়েছে৷

7ee2128fd1ae66f6be50bd88ee477324

নিউ ইয়র্ক টাইমসের তরফে জানানো হয়েছে, কারা কারা প্রেসিডেন্টের সংস্পর্শে এসেছিলেন, তাঁরা করোনা আক্রান্ত কি না, সেই বিষয়ে একটি পরীক্ষা করা হয়। তখনই কিম্বারলি গুইলফয়েলের শরীরে করোনা ভাইরাসের  জীবাণু পাওয়া যায়৷ ট্রাম্প ফিনান্স কমিটির চিফ অফ স্টাফ সারগিও গর একটি বিবৃতিতে জানিয়েছেন, তিনি ভালো রয়েছেন। এখন তিনি হোম আইসোলেশনে রয়েছেন। তবে তাঁর শরীরে এখনও কোনও উপসর্গ পাওয়া যায়নি। করোনার রিপোর্টের সত্যতা যাচাই করতে আরও একবার পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, করোনায় আমেরিকার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। গত  দুই দিনে আমেরিকায় লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টাতে আমেরিকায় ৫৭ হাজার ৬৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার আগের ২৪ ঘণ্টায় ৫৫ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন।  শুধু দুই দিনে আমেরিকায় লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আমেরিকায় মারা গিয়েছেন এক লক্ষ ২৯ হাজার ২৭৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *