‘ছোট থেকে হাত পাকিয়েছে কীভাবে চিটিংবাজি করা যায়’! ‘ভাইপো’কে আক্রমণ শুভেন্দুর

‘ছোট থেকে হাত পাকিয়েছে কীভাবে চিটিংবাজি করা যায়’! ‘ভাইপো’কে আক্রমণ শুভেন্দুর

 

তমলুক: গতকাল জনসভা করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে নাম করে তাঁকে বলেন, ১০ বছর ধরে ঘুষ নিয়েছেন তিনি। আবার জনগণের ৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ জানিয়েছেন অভিষেক। আজ তমলুকে জনসভা করে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তীব্র কটাক্ষ করে বললেন, ছোট বয়স থেকে চিটিংবাজী করার জন্য হাত পাকিয়েছে।

এদিন ‘তোলাবাজ ভাইপো’ প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেন, তাঁকে আক্রমণ করা হচ্ছে তিনি নাকি কাগজে মুড়ে টাকা নিয়েছেন এইরকম ভিডিও নাকি দেখা গেছে। এই প্রেক্ষিতে তিনি প্রশ্ন তুলেছেন, তাহলে সুব্রত মুখোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, ফিরহাদ হাকিম এবং সৌগত রায়ের কি হবে? একই সঙ্গে মিথ্যা মামলায় তাঁকে এবং একাধিক বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে বলেও এ দিন অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি নারদ মামলায় ম্যাথু স্যামুয়েলকে নিয়োগ করেছিল কেডি সিং এমন দাবিও আজ করেছেন বিজেপি নেতা। তাঁর কথায়, কেডি সিং কে এই কাজ করতে বলেছিলেন ‘তোলাবাজ ভাইপো’। এক্ষেত্রে তিনি কারও দিকে আঙুল তুলেছেন তা বোঝা একেবারেই কঠিন ব্যাপার নয়। শুভেন্দুর আরো সংযোজন, গোটা রাজ্যের মানুষ‌ জানে তোলাবাজ ভাইপো কে, নারদ মামলার পেছনে আছে সেই। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনয় মিশ্র সম্পর্কে কেন কিছু বলছেন না সে ব্যাপারেও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু আরও বলেন, নেতাজির জন্মস্থান নিয়েও ভুল তথ্য দিয়েছেন ভাইপো। বাংলায় নয় নেতাজি কটকে জন্মেছিলেন। এর পাশাপাশি তাঁর বাড়ি ছাড়াও অন্যদের বারিতেও পদ্ম ফুটবে বলে দাবি তাঁর। ১৬ ফেব্রুয়ারি তার বাড়িতেও পদ্ম ফোটাব, এমন বলেও ‘ভাইপোকে’ হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। উল্লেখ্য, গতকাল অভিষেক বলেছিলেন,  ‘‘শুভেন্দু অধিকারী সুদীপ্ত সেনের কাছ থেকে জনগণের ৬ কোটি টাকা ঘুষ নিয়েছেন।’’ সভা মঞ্চ থেকে চিঠি পাঠ করে তিনি আরো জানান, ‘‘সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেইলও করতেন শুভেন্দু অধিকারী।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =