প্রজাতন্ত্র দিবসে জেলায় জেলায় কর্মসূচি, কৃষকদের সমর্থনেও পথে বাম-কংগ্রেস

প্রজাতন্ত্র দিবসে জেলায় জেলায় কর্মসূচি, কৃষকদের সমর্থনেও পথে বাম-কংগ্রেস

কলকাতা: আগামীকাল প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট কর্মসূচি ঠিক করে ফেলেছে। এবার সাংবাদিক বৈঠক করে বাম এবং কংগ্রেসের কর্মসূচি কথা জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বললেন, জেলায় জেলায় প্রজাতন্ত্র দিবস হিসেবে কর্মসূচি পালন করবে বাম এবং কংগ্রেস এবং তাদের সঙ্গে যে সমস্ত দল রয়েছে তারা। একই সঙ্গে দেশজুড়ে যে কৃষক আন্দোলন চলছে তাদের সমর্থনেও পথে নামবে তাঁরা।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি আরো বলেন, আগামীকালের কর্মসূচির পর ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর হত্যার প্রতিবাদে পদযাত্রা করা হবে শহর কলকাতায়। গান্ধী ভবন থেকে বেলেঘাটা পর্যন্ত এই পদযাত্রায় সামিল হবেন এবং কংগ্রেসের সকল নেতা এবং কর্মীরা। পদযাত্রার শেষে এক জনসভায় করা হবে বলে এ দিন জানিয়েছেন বিমান বসু। পাশাপাশি তিনি এও বলেন, আগামী ২৮ তারিখ ফের একবার কংগ্রেস এবং বাম বৈঠক রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত সেই বৈঠকের পর সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 

করোনাভাইরাস পরিস্থিতির জন্য এই বছর ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবস উদযাপনের বিধি-নিষেধ আনা হয়েছে। মহামারীর কারণে এই বছর প্রজাতন্ত্র দিবস খুব ছোট করেই উদযাপিত হবে সব জায়গায়। এবছর প্রজাতন্ত্র দিবসে ভারতে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। কিন্তু ব্রিটেনে নতুন প্রজাতির করোনা ভাইরাসের সংক্রমনের বৃদ্ধি ঘটায় তিনি তাঁর সফর বাতিল করেছেন ইতিমধ্যে। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর দিয়ে এই বছর প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে দর্শকের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে অনেকটাই। বিভিন্ন রাজ্যে প্রজাতন্ত্র দিবস উদযাপনের ক্ষেত্রেও একাধিক নিয়ম আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =