‘বাংলার মানুষ খুব সেয়ানা, ধর্ম দেখে ভোট দেয় না’, আব্বাসকে কটাক্ষ সিদ্দিকুল্লার

‘বাংলার মানুষ খুব সেয়ানা, ধর্ম দেখে ভোট দেয় না’, আব্বাসকে কটাক্ষ সিদ্দিকুল্লার

 

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: এবারের নির্বাচনে একটা ফ্যাক্টর হতে পারে আব্বাস সিদ্দিকি৷ সম্প্রতি নতুন দলও ঘোষণা করে ফেলেছেন তিনি৷ যার জেরে সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার সম্ভাবনা প্রবল৷ যার প্রভাব তৃণমূলের ভোটব্যাঙ্কে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ আজ এপ্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী৷ বললেন, ‘‘বাংলায় মানুষ ধর্মের ভিত্তিতে ভোট দেয় না৷ বাংলার মানুষ খুব সেয়ানা৷ বাংলার মানুষ ভবিষ্যৎ দেখে ভোট দেয়৷’’

বালুরঘাটে ২৫ তম বইমেলা উদ্বোধনে এসেছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সেখানে সাংবাদিকদের প্রশ্নে মিম প্রসঙ্গে সিদ্দিকুল্লা বলেন, সংখ্যালঘুরা এত বোকা নন৷ হিন্দুত্বের শুড়শুড়ি দিয়ে ভোট আদায় করা যাবে না৷ এদিনও মিম ও আব্বাস সিদ্দিকির প্রসঙ্গকে কার্যত পাত্তা দিলেন না সিদ্দিকুল্লা৷

আব্বাস সিদ্দিকি ও ওয়েইসির দল একযোগে নির্বাচনে লড়াই করলে বাংলার প্রায় ৩০ শতাংশ মুসলিম ভোটে কী প্রভাব পড়তে পারে এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তবে আব্বাস সিদ্দিকি ও ওয়েসির সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এর আগে মিম ও আব্বাস সিদ্দিকিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সিদ্দিকুল্লা৷ বলেছিলেন, “ওয়েসি সাহেব হল বিজেপির দালাল এবং আব্বাস সিদ্দিকী হাঁটুর বয়সী একজন ছেলে যিনি বাংলার ভূগোল জানেন না। বিজেপির কাছ থেকে টাকা খেয়ে এই সব করছে । বাংলার মানুষ সময়ে এসবের উওর দেবেন।” এবার ফের সেই একই সুর সিদ্দিকুল্লার গলায়৷


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − three =