রামনবমীতে বিজেপি যাবেন শিশির অধিকারী! ভগবানপুর থেকে ইঙ্গিত শুভেন্দুর

রামনবমীতে বিজেপি যাবেন শিশির অধিকারী! ভগবানপুর থেকে ইঙ্গিত শুভেন্দুর

30f760dc949256b9ae38a5d0eecbde53

ভগবানপুর: একের পর এক সভায় যেন বোমা ফাটাচ্ছেন শুভেন্দু৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে পা দেওয়ার পরই প্রায় প্রতিটি জনসভায় গিয়েই হুমকি দিয়েছে তৃণমূলকে৷ একইসঙ্গে ধারালো আক্রমণ তো রয়েছেই৷ এদিন যেন আরেক বোমা ফাটালেন তিনি৷ শিশির অধিকারী আসতে পারেন বিজেপিতে? এদিন এমনই ইঙ্গিত দিয়ে রাখছেন শুভেন্দু৷ বলেন, আমি তো বাবুসোনাকে বলেছিলাম আমার বাড়িতে পদ্ম ফুটবে৷ রামনবমী এখন দেরি আছে সেই ১৯ শে এপ্রিল৷ 

প্রসঙ্গত, শুভেন্দুর বিজেপিতে যোগদানের পরপরই ডিএসডিএ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বর্ষীয়ান শিশির অধিকারীকে৷ নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অখিল গিরি৷ বলা যেতে পারে অধিকারি পরিবারকে আর বিশ্বাস করতে পারছে না রাজ্যের শাসকদল৷ জল্পনা চলছে বিজেপিতে যাবেন মেদিনীপুরের প্রভাবশালী নেতা শিশির অধিকারী৷ অন্তত এদিন এমনই ইঙ্গিত দিলেন শুভেন্দু৷ সেটা হলে ফের বড় চাপ আসতে চলেছে তৃণমূলের, মত ওয়াকিবহাল মহলের৷ 

একইসঙ্গে শুভেন্দুর কথায় আমি সব জানি, নারি নক্ষত্র, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত৷ এখন বলতে শুরু করলে বিপদ হয়ে যাবে৷ এদিন ফের তোলেন থাইল্যান্ড প্রসঙ্গ৷  বলেন, ২০১৪ থেকে ২০২০র ফেব্রুয়ারি পর্যন্ত রোজ এই অ্যাকাউন্টে টাকা ঢুকত৷ তার রসিত রয়েছে তার কাছে৷ এদিন শুভেন্দু ফের বলেন, বাবুসোনা তোমার বাড়িতেও ফেব্রুয়ারির মাঝামাঝিতে পদ্ম ফোটাব৷ শুভেন্দু এই মন্তব্যে বাংলার রাজনীতিতে জলঘোসা হচ্ছে বিস্তর৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ঘর ভাঙার খেলায় মেতেছেন শুভেন্দু৷ এই আঘাত সামলাতে পারবে তো তৃণমূল? প্রশ্ন ঘুরছে রাজনীতির অন্দরেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *