শিক্ষকদের ভিক্ষা দিন! থালা হাতে ভিক্ষুক আন্দোলন অনশনরত মাদ্রাসার শিক্ষকদের

শিক্ষকদের ভিক্ষা দিন! থালা হাতে ভিক্ষুক আন্দোলন অনশনরত মাদ্রাসার শিক্ষকদের

কলকাতা: শিক্ষকদের ভিক্ষা দিন! প্রজাতন্ত্র দিবসে ভিক্ষুক আন্দোলনে অনশনরত মাদ্রাসার শিক্ষকেরা৷ সংখ্যালঘু বলেই কী এত হেনস্থা, এত অপমান? ঘুরে ফিরে বারবার এই প্রশ্নটাই তুলছেন আন এডেড মাদ্রাসা টিচার্স অ্যসোসিয়েশনের অনশনরত শিক্ষক-শিক্ষিকারা৷ আজ প্রজাতন্ত্র দিবসে নিজেদের দাবিদাওয়া তুলে ধরতে ভিক্ষুক আন্দোলনে নামলেন তারা৷ হাতে থার্মোকলের থালা, তাতে লেখা শিক্ষকদের ভিক্ষা দিন, গায়ে গামছা জড়িয়ে শহরের রাজপথে বসে অবস্থান বিক্ষোভ করলেন শিক্ষকেরা৷ 

নেই বেতন কাঠামো, নেই মিড ডে মিলের সুবিধা, দীর্ঘ নবছর ধরে এই দাবিদাওয়া নিয়ে আন্দোলন করতে করতে যেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে শিক্ষকদের৷ তবুও সরকারের তরফ থেকে মেলেনি কোনও আশ্বাস৷ বাধ্য হয়ে বর্তমানে আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন শিক্ষকেরা৷ সোমবার তাদের সঙ্গে অনশন করেন জনপ্রিয় কবি সাহিত্যিক মন্দাক্রান্ত সেনও৷ 

এবিষয়ে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ধর্মতলার এক সভামঞ্চ থেকে জানান, মাদ্রাসা শিক্ষকরা অবস্থান তুলে নিন। সরকারের পাশে দাঁড়ান। আমাদের সরকার করোনা পরিস্থিতিতেও শিক্ষকদের বেতন বন্ধ করেনি। সরকার শিক্ষকদের পাশে রয়েছে। যে স্কুলে শিক্ষক প্রয়োজন রয়েছে, সেখানে শিক্ষক দেওয়া হচ্ছে। আগামী, ৩১ জানুয়ারি টেট পরীক্ষা রয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। মাদ্রাসা শিক্ষকদের দাবি দাওয়া ভাবনাচিন্তা করে দেখা হচ্ছে। এখানেই তিনি উল্লেখ করেন, শিক্ষকরা পরিচয়পত্রে দাবি করেছেন। তা দপ্তর পরীক্ষা-নীরিক্ষা করে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =