লাল কেল্লার পর এবার বিধানসভা, শিক্ষক-বিদ্রোহে উত্তাল বাংলা

লাল কেল্লার পর এবার বিধানসভা, শিক্ষক-বিদ্রোহে উত্তাল বাংলা

কলকাতা: সাধারণতন্ত্র দিবসে কৃষক-বিদ্রোহে নজিরবিহীন ছবি দেখেছে গোটা দেশ৷ লালকেল্লায় উঠে কৃষক-বিদ্রোহের ঘটনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ কৃষক বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই উত্তাল হয়ে উঠে রাজধানী৷ এবার একই ভাবে শিক্ষক বিদ্রোহের উত্তাল বাংলার বিধানসভা৷ পুলিশি নিরাপত্তা উপেক্ষা করে বিধানসভার গেটে উঠে বিক্ষোভ দেখালেন শিক্ষকদের একাংশ৷ বিধানসভায় ভিআইপিদের নির্দিষ্ট ৬ নম্বর গেট টপকে বিধানসভার অন্দরে ঢোকার চেষ্টা করলেন শিক্ষক ঐক্য মঞ্চের শিক্ষকরা৷ দাবি একটাই, সম কাজে সম বেতন৷ বেতন বঞ্চনার অভিযোগ তুলে প্রায় ১ মাস অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পার্শ্বশিক্ষকদের একাংশ৷

সম কাজে সম বেতনের দাবিতে আজ বিধানসভার সামনে বিক্ষোভ দেখান শিক্ষকরা৷ অধিবেশনের প্রথম দিনেই বিক্ষোকারীদের সাঙ্গে পুলিশের হাতাহাতি বাধে৷ বিধানসভা ৬নম্বর গেটের সামনে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি তৈরি হয়৷ বেশ কয়েকজন শিক্ষক বিধানসভার গেটে উঠে বিক্ষোভ দেখান৷ পরে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ বিধানসভার সামনে বিক্ষোভ দেখানোর জেরে ২৫ জন বিক্ষোকারীকে আটক করা লালবাজার নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে৷ কিন্তু, প্রশ্ন উঠছে, বিধানসভার সামনে এতবড় বিক্ষোভ হতে পারে, তা কি জানা ছিল না পুলিশ? আগাম কোনও খবর ছিল না পুলিশের কাছে? আচমকা শিক্ষক বিক্ষোভের ঘটনায় প্রশ্নের মুখে বিধানসভার নিরাপত্তা৷

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে সমস্যা সমাধানের দাবি জানান পার্শ্বশিক্ষকরা৷ আজ সকালে আচমকা বিধানসভার গেটের সামনে বিক্ষোভ দেখান শিক্ষকরা৷ পেনশন সহ ২৬ দফা দাবিতে তারা আজ বিধানসভার সামনে বিক্ষোভে সামিল হন পার্শ্বশিক্ষকরা৷ বিক্ষোভকারীরা জানিয়েছেন, সরকার প্রতিশ্রুতি দিলেও তাদের কোন দাবি দাওয়া পুরণ হয়নি। তাই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে তাদের সঙ্গে দেখা করতে হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে তারা এখানে অনড় থাকবেন বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন বিধানসভার গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 7 =