আমেরিকার সঙ্গে কথা বলার কোনও মানেই নেই, সাফ জানাল উত্তর কোরিয়া

আমেরিকার সঙ্গে কথা বলার কোনও মানেই নেই, সাফ জানাল উত্তর কোরিয়া

পিয়ংইয়ং:  দুবার উত্তর কোরিয়ার প্রধানের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট বৈঠক করেছেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।  উত্তর কোরিয়া যে আঁধারে ছিল, সেই আঁধারেই রয়েছে। তাই  আমেরিকার সঙ্গে  বৈঠকের আগ্রহ হারিয়েছে উত্তর কোরিয়া বলে সে দেশের সংবাদসংস্থা জানিয়েছে।

উত্তর কোরিয়ার  স্থানীয় সংবাদসংস্থাকে সে দেশের উপ বিদেশমন্ত্রী চো সন হুই জানিয়েছেন, আমেরিকার সঙ্গে বৈঠক আদতে একটা রাজনৈতিক বৈঠকের বাইরে কিছু নয়।  মধ্যস্থতা করে কোনও লাভ হয়নি। উত্তর কোরিয়ার ওপর কোনও নিষেধাজ্ঞা এখনও ওঠেনি। তাই অকারণে বৈঠকের কোনও প্রয়োজন নেই হুই জানিয়েছেন।  ২০১৮ সালের জুন মাস থেকে দুবার বৈঠক হয়েছিল। প্রথম বৈঠক সিঙ্গাপুরে হয়। প্রথমে বৈঠক সফল মনে হলেও,  তা হয়নি। বৈঠকে বেশ কিছু চুক্তি করা হলেও সেই চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এরপর ভিয়েতনামে বৈঠক হয়।  বৈঠক ব্যর্থ হয়। ট্রাম্প বা উন কেউ  কোনও বিবৃতি পর্যন্ত দেয়নি।

আমেরিকার উপ বিদেশ সচিব সচিব স্টিফেন বিগানের দক্ষিণ কোরিয়ায় আসার কথা রয়েছে।  আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার ফের একবার বৈঠকের বিষয়ে মধ্যস্থতা করতেই দক্ষিণ কোরিয়া আসছেন।  কিন্তু স্টিফেনের দক্ষিণ কোরিয়া আসার আগেই এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।  চলতি সপ্তাহেই বুধবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে ইন জানান,  আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার বৈঠক ফের একবার হওয়া প্রয়োজন। ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক আদৌ হবে কি না, সেই নিয়ে  সন্দেহ দেখা দিয়েছে উত্তর কোরিয়ার বিবৃতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 1 =